আরও ১২৫% লভ্যাংশ দেবে গ্রামীণফোন, কমেছে মুনাফা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ২০২১ সালের জন্য বিনিয়োগকারীদের আরও ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2022, 05:12 PM
Updated : 27 Jan 2022, 05:16 PM

বৃহ্স্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে

টেলিযোগাযোগ খাতের কোম্পানিটির চূড়ান্ত লভ্যাংশ ঘোষণার এ তথ্য প্রকাশ করা হয়।

চূড়ান্ত লভ্যাংশ জানানোর দিনে কোম্পানিটি পুরো বছরের মুনাফা কমার খবরও দিয়েছে।

সব মিলে ২০২১ সালের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে গ্রামীণফোন। এর আগে অর্ন্তবর্তীকালীন ১২৫ শতাংশ লভ্যাংশ ইতোমধ্যে বিনিয়োগকারীরা পেয়েছেন।

এদিকে বছর শেষের আর্থিক তথ্যে দেখা যায় গ্রাহক ও আয়ের বিচারে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটরটির মুনাফা গেল বছরে কমেছে।

ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে কোম্পানিটি প্রতি শেয়ারে ২৫ টাকা ২৮ পয়সা মুনাফা করেছে। আগের বছর প্রতি শেয়ারে মুনাফা করেছিল ২৭ টাকা ৫৪ পয়সা।

এদিকে বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪ কোম্পানির বিভিন্ন প্রান্তিকের মুনাফার তথ্য ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।