জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে আটটি, প্রকৌশল খাতে ৪২টির মধ্যে ১৯টির কয়েক লাখ শেয়ার হাতবদল হয়েছে।
বৃহ্স্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে
টেলিযোগাযোগ খাতের কোম্পানিটির চূড়ান্ত লভ্যাংশ ঘোষণার এ তথ্য প্রকাশ করা হয়।
চূড়ান্ত লভ্যাংশ জানানোর দিনে কোম্পানিটি পুরো বছরের মুনাফা কমার খবরও দিয়েছে।
সব মিলে ২০২১ সালের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে গ্রামীণফোন। এর আগে অর্ন্তবর্তীকালীন ১২৫ শতাংশ লভ্যাংশ ইতোমধ্যে বিনিয়োগকারীরা পেয়েছেন।
এদিকে বছর শেষের আর্থিক তথ্যে দেখা যায় গ্রাহক ও আয়ের বিচারে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটরটির মুনাফা গেল বছরে কমেছে।
ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে কোম্পানিটি প্রতি শেয়ারে ২৫ টাকা ২৮ পয়সা মুনাফা করেছে। আগের বছর প্রতি শেয়ারে মুনাফা করেছিল ২৭ টাকা ৫৪ পয়সা।
এদিকে বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪ কোম্পানির বিভিন্ন প্রান্তিকের মুনাফার তথ্য ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।