৩ দিনের ব্যবধানে পুঁজিবাজারে আরেকটি নতুন কোম্পানি
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2022 08:43 PM BdST Updated: 26 Jan 2022 08:43 PM BdST
-
ঢাকা স্টক এক্সচেঞ্চ ভবন। ছবি: মোস্তাফিজুর রহমান
দেশের পুঁজিবাজারে আরও একটি নতুন শেয়ারের লেনদেন শুরু হয়েছে বুধবার; তিন দিনের মধ্যে তালিকাভুক্ত হওয়া দ্বিতীয় কোম্পানি ইউনিয়ন ব্যাংকের শেয়ারও প্রথম দিনে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে।
বুধবার ব্যাংক খাতের এ কোম্পানিসহ ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা দাঁড়াল ৩৪৮টি। এর সঙ্গে মিউচুয়াল ফান্ড, বন্ড ও ডিবেঞ্চার মিলিয়ে তালিকাভুক্ত মোট শেয়ার হল ৪০০টি।
এর আগে গত সোমবার দুই পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় খাদ্য খাতের কোম্পানি বিডি থাই ফুড।
বুধবার প্রথম দিনে ইউনিয়ন ব্যাংকের শেয়ার ১০ শতাংশ দর বেড়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর ১১ টাকায় বেচাকেনা হলেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ শেয়ার হাতবদল হয়েছে ৪০ হাজার ২৬৫টি।
আরও দাম বাড়ার আশায় আইপিওতে শেয়ার পাওয়া বিনিয়োগকারীদের অধিকাংশই এটি বিক্রি করতে চাননি। এ কারণে মাত্র ৫৮ বার লেনদেন হয় ইউনিয়ন ব্যাংকের শেয়ার।
আইপিও ছেড়ে ৪২৮ কোটি টাকা তুলতে অনুমোদন পেল ইউনিয়ন ব্যাংক
ফিক্সড প্রাইস পদ্ধতিতে আইপিওতে কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে শেয়ার বিক্রি করে ৪২৮ কোটি টাকা মূলধন উত্তোলন করে।
২০২১ সালের ৫ সেপ্টম্বর বিএসইসি কোম্পানিটিকে ৪২ কোটি ৮০ লাখ শেয়ার বিক্রির অনুমোদন দেয়।
পুঁজিবাজারে কোম্পানিটির মোট ৯৮ কোটি ৬৯ লাখটি ৩৩ হাজার ৭৬০টি শেয়ার আছে। এর মধ্যে ৫৬ দশমিক ৫০ শতাংশ আছে পরিচালকদের হাতে।
এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১০ দশমিক ৮৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩২ দশমিক ৬৬ শতাংশ শেয়ার আছে।
সবশেষ দর অনুযায়ী কোম্পানিটির বর্তমান বাজার মূলধন ১ হাজার ৮৫ কোটি ৬৩ লাখ টাকা। পরিশোধিত মূলধন ৯৮৬ কোটি ৯৩ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৩৫৬ কোটি ৬৩ লাখ টাকা।
-
ফার্স্টলিড সিকিউরিটিজ: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
-
বন্ড ছেড়ে টাকা তুলবে এনভয় ও আলিফ ইন্ডাস্ট্রিজ
-
আইপিও শেয়ার পেতে প্রতিষ্ঠানের বিনিয়োগ সীমা বাড়ল
-
পুঁজিবাজার সহায়তা তহবিলের মেয়াদ ও আকার বাড়ল
-
ইতিবাচক খবরে সূচকে লাফ, ৮ দিন পর থামল পতন
-
আট দিন পর মাথা তুলেছে পুঁজিবাজারের সূচক
-
সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
-
দরপতন থামাতে মার্জিন ঋণের সীমা বাড়ল
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা