৩ দিনের ব্যবধানে পুঁজিবাজারে আরেকটি নতুন কোম্পানি

দেশের পুঁজিবাজারে আরও একটি নতুন শেয়ারের লেনদেন শুরু হয়েছে বুধবার; তিন দিনের মধ্যে তালিকাভুক্ত হওয়া দ্বিতীয় কোম্পানি ইউনিয়ন ব্যাংকের শেয়ারও প্রথম দিনে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2022, 02:43 PM
Updated : 26 Jan 2022, 02:43 PM

বুধবার ব্যাংক খাতের এ কোম্পানিসহ ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা দাঁড়াল ৩৪৮টি। এর সঙ্গে মিউচুয়াল ফান্ড, বন্ড ও ডিবেঞ্চার মিলিয়ে তালিকাভুক্ত মোট শেয়ার হল ৪০০টি।

এর আগে গত সোমবার দুই পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় খাদ্য খাতের কোম্পানি বিডি থাই ফুড।

বুধবার প্রথম দিনে ইউনিয়ন ব্যাংকের শেয়ার ১০ শতাংশ দর বেড়ে সার্কিট ব্রেকারের  সর্বোচ্চ দর ১১ টাকায় বেচাকেনা হলেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ শেয়ার হাতবদল হয়েছে ৪০ হাজার ২৬৫টি।

আরও দাম বাড়ার আশায় আইপিওতে শেয়ার পাওয়া বিনিয়োগকারীদের অধিকাংশই এটি বিক্রি করতে চাননি। এ কারণে মাত্র ৫৮ বার লেনদেন হয় ইউনিয়ন ব্যাংকের শেয়ার।

ফিক্সড প্রাইস পদ্ধতিতে আইপিওতে কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে শেয়ার বিক্রি করে ৪২৮ কোটি টাকা মূলধন উত্তোলন করে।

২০২১ সালের ৫ সেপ্টম্বর বিএসইসি কোম্পানিটিকে ৪২ কোটি ৮০ লাখ শেয়ার বিক্রির অনুমোদন দেয়।

পুঁজিবাজারে কোম্পানিটির মোট ৯৮ কোটি ৬৯ লাখটি ৩৩ হাজার ৭৬০টি শেয়ার আছে। এর মধ্যে ৫৬ দশমিক ৫০ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১০ দশমিক ৮৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩২ দশমিক ৬৬ শতাংশ শেয়ার আছে।

সবশেষ দর অনুযায়ী কোম্পানিটির বর্তমান বাজার মূলধন ১ হাজার ৮৫ কোটি ৬৩ লাখ টাকা। পরিশোধিত মূলধন ৯৮৬ কোটি ৯৩ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৩৫৬ কোটি ৬৩ লাখ টাকা।