পুঁজিবাজারে এল আরও এক নতুন কোম্পানি

পুঁজিবাজারে প্রথম লেনদেনে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শেয়ার দিনের সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2022, 02:13 PM
Updated : 24 Jan 2022, 04:32 PM

সোমবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়ে লেনদেনে আসে আইপিও প্রক্রিয়ায় মূলধন উত্তোলনকারী কোম্পানিটি।

খাদ্য খাতের এ কোম্পানিসহ ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা দাঁড়াল ৩৪৭টি। এর সঙ্গে মিউচুয়াল ফান্ড, বন্ড ও ডিবেঞ্চার মিলিয়ে তালিকাভুক্ত শেয়ার হল ৩৯৯টি। 

প্রথম দিনের লেনদেনে ১০ শতাংশ দর বেড়ে সার্কিট ব্রেকারের  সর্বোচ্চ দর ১১ টাকায় বেচাকেনা হলেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ শেয়ার হাতবদল হয় মাত্র ২৬৫টি।

আরও দাম বাড়ার আশায় আইপিওতে শেয়ার পাওয়া বিনিয়োগকারীদের অধিকাংশই এটি বিক্রি করতে চাননি। এ কারণে মাত্র ১১ বার লেনদেন হয় বিডি থাই ফুডের শেয়ার।

ফিক্সড প্রাইস পদ্ধতিতে আইপিওতে কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে শেয়ার বিক্রি করে ১৫ কোটি টাকা মূলধন উত্তোলন করে।

২০২১ সালের ৩ অক্টোবর বিএসইসি কোম্পানিটিকে দেড় কোটি শেয়ার বিক্রির অনুমোদন দেয়। গেল বছরের ২৩ থেকে ২৯ ডিসেম্বর আবেদন নেওয়া হয়।

লেনদেনে আসার আগে সোমবার বিডি থাই ফুড ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসের মুনাফা প্রকাশ করেছে। এসময় কোম্পানিটির ইপিএস (শেয়ার প্রতি মুনাফা) হয়েছে ২৫ পয়সা। 

পুঁজিবাজারে কোম্পানিটির মোট আট কোটি ১৫ লাখটি শেয়ার আছে। এর মধ্যে ৪৯ দশমিক শূন্য ৮ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩ দশমিক ৯১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৭ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার আছে।

সবশেষ দর অনুযায়ী কোম্পানিটির বর্তমান বাজার মূলধন ৮৯ কোটি ৬৫ লাখ টাকা। পরিশোধিত মূলধন ৮১ কোটি ৫০ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৩২ কোটি টাকা।