পুঁজিবাজারে এল আরও এক নতুন কোম্পানি
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2022 08:13 PM BdST Updated: 24 Jan 2022 10:32 PM BdST
-
ঢাকা স্টক এক্সচেঞ্চ ভবন। ছবি: মোস্তাফিজুর রহমান
-
পুঁজিবাজারে প্রথম লেনদেনে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শেয়ার দিনের সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে।
সোমবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়ে লেনদেনে আসে আইপিও প্রক্রিয়ায় মূলধন উত্তোলনকারী কোম্পানিটি।
খাদ্য খাতের এ কোম্পানিসহ ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা দাঁড়াল ৩৪৭টি। এর সঙ্গে মিউচুয়াল ফান্ড, বন্ড ও ডিবেঞ্চার মিলিয়ে তালিকাভুক্ত শেয়ার হল ৩৯৯টি।
প্রথম দিনের লেনদেনে ১০ শতাংশ দর বেড়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর ১১ টাকায় বেচাকেনা হলেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ শেয়ার হাতবদল হয় মাত্র ২৬৫টি।
আরও দাম বাড়ার আশায় আইপিওতে শেয়ার পাওয়া বিনিয়োগকারীদের অধিকাংশই এটি বিক্রি করতে চাননি। এ কারণে মাত্র ১১ বার লেনদেন হয় বিডি থাই ফুডের শেয়ার।
ফিক্সড প্রাইস পদ্ধতিতে আইপিওতে কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে শেয়ার বিক্রি করে ১৫ কোটি টাকা মূলধন উত্তোলন করে।

লেনদেনে আসার আগে সোমবার বিডি থাই ফুড ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসের মুনাফা প্রকাশ করেছে। এসময় কোম্পানিটির ইপিএস (শেয়ার প্রতি মুনাফা) হয়েছে ২৫ পয়সা।
পুঁজিবাজারে কোম্পানিটির মোট আট কোটি ১৫ লাখটি শেয়ার আছে। এর মধ্যে ৪৯ দশমিক শূন্য ৮ শতাংশ আছে পরিচালকদের হাতে।
এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩ দশমিক ৯১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৭ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার আছে।
সবশেষ দর অনুযায়ী কোম্পানিটির বর্তমান বাজার মূলধন ৮৯ কোটি ৬৫ লাখ টাকা। পরিশোধিত মূলধন ৮১ কোটি ৫০ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৩২ কোটি টাকা।
-
ফার্স্টলিড সিকিউরিটিজ: ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
-
বন্ড ছেড়ে টাকা তুলবে এনভয় ও আলিফ ইন্ডাস্ট্রিজ
-
আইপিও শেয়ার পেতে প্রতিষ্ঠানের বিনিয়োগ সীমা বাড়ল
-
পুঁজিবাজার সহায়তা তহবিলের মেয়াদ ও আকার বাড়ল
-
ইতিবাচক খবরে সূচকে লাফ, ৮ দিন পর থামল পতন
-
আট দিন পর মাথা তুলেছে পুঁজিবাজারের সূচক
-
সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
-
দরপতন থামাতে মার্জিন ঋণের সীমা বাড়ল
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- লিটনকে জীবন দিয়ে আক্ষেপে পুড়ছে শ্রীলঙ্কা