সপ্তাহের দ্বিতীয় দিনে আরও বড় পতন

আগের দিনের মতো সপ্তাহের দ্বিতীয় দিন সোমবারও নিম্নমুখী ধারা ছিল দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2022, 12:26 PM
Updated : 24 Jan 2022, 12:26 PM

দিনের বড় অংশজুড়ে শেয়ার বিক্রির চাপ বেশি থাকায় দাম কমেছে বেশির ভাগ শেয়ারের। এতে সূচকে বড় পতন হয়েছে। লেনদেনও কমেছে উল্লেখযোগ্যহারে।

দিন শেষে প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৫৩ দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক ৭৬ শতাংশ কমে ৭ হাজার ১৯ পয়েন্টে অবস্থান করছে।

দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও সূচকে বড় পতন হয়েছে। এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৪৯ দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক ৭২ শতাংশ কমে অবস্থান করছে ২০ হাজার ৫৫২ দশমিক ৩৯ পয়েন্টে।

বেশ কয়েকদিন পর বড় দরপতনে সোমবার ডিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় ১৮ দশমিক শূন্য ৭ শতাংশ বা ২৬৭ কোটি ৮২ লাখ টাকা কমে এক হাজার ২১৪ কোটি টাকায় নেমেছে। আগের কর্মদিবসে যা ছিল ১ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকা।

এদিন ডিএসইতে ৭১ শতাংশ কোম্পানির দাম কমেছে। এর বিপরীতে ১৯ শতাংশের দাম বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে ১০ শতাংশ কোম্পানির শেয়ারের দাম।

তালিকাভুক্ত নতুন কোম্পানি বিডি থাইফুডসহ এ বাজারে লেনদেন হয়েছে ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৭১টির এবং কমেছে ২৭০টির। অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক শূন্য ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫০৫ দশমিক শূন্য ১ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১৫ দশমিক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬১৪ দশমিক ২৭ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০

বিএসসি, বেক্সিমকো লিমিটেড, পাওয়ার গ্রিড, বিএটিবিসি, ফু-ওয়াং ফুড, এপেক্স ফুট, এশিয়া ইন্স্যুরেন্স, বিএসসিসিএল, ফরচুন ও লিন্ডে বিডি।

দাম বাড়ার শীর্ষ ১০

বিডি থাই ফুড, ইউনিয়ন ইন্স্যুরেন্স, এপেক্স ফুট, এনটিসি, কোহিনূর কেমিক্যাল, আরামিট, এসআইবিএল, সোনারগাঁ টেক্সটাইল, দেশ গার্মেন্টস, অরিয়ন ইনফিউশন।

দর হারানোর শীর্ষ ১০

একমি পেস্টিসাইড, যমুনা অয়েল, গোল্ডেন সন, ফু-ওয়াং সিরামিক, বিএসসি, জিবিবি পাওয়ার, ফু-ওয়াং ফুড, দেশ গার্মেন্টস, দেশবন্ধু পলিমার, মিথুন নিটিং ও কাশেম ইন্ডাস্ট্রিজ।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইতেও সূচকের সঙ্গে লেনদেন কমেছে।

এ বাজারে ৩১১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।

এদিন লেনদেন আগের দিনের তুলনায় ৩১ লাখ টাকা কমে ৩৮ কোটি ৫৪ লাখ টাকায় নেমেছে।