আমান কটনের পরিচালকদের ৩ কোটি টাকা করে জরিমানা

আইপিও ছেড়ে তোলা টাকার অপব্যবহারসহ একাধিক বিধি লঙ্ঘনের দায়ে বস্ত্র খাতের কোম্পানি আমান কটন ফাইবার্সের উদ্যোক্তা পরিচালকদের ৩ কোটি টাকা করে জরিমানা করেছে বাংলাদশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2022, 03:54 PM
Updated : 13 Jan 2022, 03:54 PM

বৃহস্পাতিবার বিএসইসর নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমান কটন ফাইবার্স পুঁজিবাজারের পাঁচটি আইন ভঙ্গ করেছে। এই কারণে পরিচালনা পর্ষদের সদস্যদেরকে ৩ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। তবে স্বতন্ত্র বা মনোনীত পরিচালকদের জরিমানা দিতে হবে না।

আইন ভঙ্গ করায় এই কোম্পানিরই নিরীক্ষক এটিএ খান অ্যান্ড কোম্পানিকেও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তালিকাভুক্ত কোম্পানিতে স্বাধীন পরিচালক নিয়োগ দেওয়ার জন্য নতুন একটি ফর্ম তৈরি বিএসইসি।

১ ফেব্রুয়ারি থেকে এই ফর্ম ব্যবহার করে স্বাধীন পরিচালক নিয়োগ দেওয়ার কাজটি করতে হবে।