ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেন শুরু রোববার

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের লেনদেন রোববার থেকে শুরু হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2022, 03:12 PM
Updated : 11 Jan 2022, 03:12 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রথমে বৃহস্পতিবার থেকে লেনদেনে আসার ঘোষণা দেওয়া হলেও পরে তা রোববার থেকে শুরুর কথা জানানো হয়।

কোম্পানিটির শেয়ার গত সোমবার বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে।

ডিএসইতে কোম্পানিটি এন ক্যাটাগরিতে লেনদেন হবে এবং কোড হবে UNIONINS। কোম্পানি কোড হবে ২৫৭৫৩।

আইপিওতে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার অভিহিত মূল্য ১০ টাকায় বিক্রি হয়।

গত বছরের ২৪ জুন ১৯ কোটি টাকার বেশি তোলার অনুমোদন পায় কোম্পানিটি। আইপিও আবেদন চলে ২৬ থেকে ৩০ ডিসেম্বর।

এ অর্থ দিয়ে কোম্পানিটি ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর কেনা ও প্রাথমিক গণপ্রস্তাব খাতে ব্যয় করবে।

এ বীমা কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

২০০০ সালে প্রতিষ্ঠিত হয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৬ টাকা ২ পয়সা। শেয়ার প্রতি মুনাফা ৯৩ পয়সা।