বছরের শুরুর সপ্তাহে ডিএসই সূচক বাড়ল ৩.৪২%

নতুন বছরের প্রথম সপ্তাহের শেষ দিনের বাংলাদেশের পুঁজিবাজারে সূচক বেড়েছে। এর মধ্যে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ বাড়লেও চট্টগ্রামে কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2022, 11:43 AM
Updated : 6 Jan 2022, 11:43 AM

বৃহস্পতিবার দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৫৭ দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ বেড়ে ৬ হাজার ৯৮৭ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করছে।

সব মিলিয়ে রোববার থেকে পাঁচ কার্যদিবসে ডিএসই সূচকে যোগ হয়েছে মোট ২৩১ পয়েন্ট বা ৩ দশমিক ৪২ শতাংশ।

বৃহস্পতিবার ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ২৬৯ কোটি ৩১ লাখ টাকা বা ১৯ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে একহাজার ৬৮৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

এই লেনদেন গত দেড়মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ লেনদেন ছিল গত বছর ২১ নভেম্বর একহাজার ৭৮৬ কোটি ২৭ লাখ টাকা।

ডিএসইতে বৃহস্পতিবার লেনদেনে থাকা ৩৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৪৭ শতাংশের দাম কমেছে; বিপরীতে ৪৩ শতাংশের দাম বেড়েছে ও অপরিবর্তিত রয়েছে ৯ শতাংশের দাম।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭২ দশমিক ১৫ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২৭ দশমিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬০৩ দশমিক শূন্য ৯ পয়েন্টে।

লেনদেনে শীর্ষ ১০

ডেল্টা লাইফ ইন্সুরেন্স, বেক্সিমকো, বিএসসি, পাওয়ার গ্রীড, লাফার্জ হাইডেল বার্গ, ফরচুন সুজ, ওয়ান ব্যাংক, বিএসসিসিএল, তৌফিকা ফুড ও অ্যাক্টিভ ফাইন।

দর বৃদ্ধিতে শীর্ষ ১০

ওয়েস্টার্ন মেরিন, বিএসসি, ডেসকো, তিতাস গ্যাস, মীর আখতার হোসেন, আল হাজ্বটেক্স, বসুন্ধরা পেপার, এনআরবিসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্সুরেন্স ও বিএসসিসিএল।

দরপতনে শীর্ষ ১০

তৌফিকা ফুড, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স, এমারেল্ড ওয়েল, অলটেক্স ইন্ডাস্ট্রি, সিভিও পিআরএল, ঢাকা ডাইং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, পেপার প্রোসেসিং ও ইস্টার্ন লুব্রিক্যান্টস।

বৃহস্পতিবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৬৮ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৪৯৫ দশমিক ২১ পয়েন্টে।

এই বাজারে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ২ কোটি ১৯ লাখ টাকা বা ৫ দশমিক শূন্য ৪ শতাংশ কমে ৪১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

সিএসইতে ৩০৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।