সপ্তাহান্তে ঊর্ধ্বমুখী সূচকে পুঁজিবাজার

সপ্তাহের শেষ দিন বাংলাদেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2021, 01:23 PM
Updated : 30 Dec 2021, 01:23 PM

বৃহস্পতিবার দিন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৩৭ শতাংশ বেড়েছে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক সিএএসপিআই দশমিক ২৩ শতাংশ বেড়েছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ২৫ দশমিক ৩৫ শতাংশ এবং সিএসইতে ৯ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার দিন শেষে ঢাকার প্রধান সূচক ২৫ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৫৬ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারের অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে একহাজার ৪৩১ দশমিক ১২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৩২ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ১৮৬ কোটি ৪৪ লাখ টাকা বেড়ে মোট ৯২১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

বৃহস্পতিবার এ বাজারে লেনদেনে ছিল ৩৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে ৪৭ শতাংশের দাম বেড়েছে, কমেছে ৪০ শতাংশের দাম ও অপরিবর্তিত রয়েছে ১৩ শতাংশের দাম।

লেনদেনে শীর্ষ ১০

সোনালি পেপার, এশিয়া ইন্সুরেন্স, বিএসসি, জেনেক্স ইনফোসিস, বেক্সিমকো, ডেল্টা লাইফ, বিএসসিসিএল, ফরচুন সুজ, পিপলস ইন্সুরেন্স ও ইস্টার্ন ইন্সুরেন্স।

দর বৃদ্ধিতে শীর্ষ ১০

আরএসআরএম স্টিল, রিলায়েন্স ১ মি. ফা., ফারইস্ট লাইফ ইন্সুরেন্স, বাটা সু, ন্যাশনাল টিউবস, আনোয়ার গ্যালভানাইজিং, মাইডাস ফাইন্যান্স, আইসিবি, গ্রীনডেল্টা ইন্সুরেন্স ও ইস্টার্ন লুব্রিক্যান্টস।

দর পতনে শীর্ষ ১০

এসবিএসি ব্যাংক, বিএনআইসিএল, ফাইন ফুডস, এশিয়া ইন্সুরেন্স, হামিদ ফেব্রিক্স, অ্যাপোলো ইস্পাত, ফু-ওয়াং ফুড, ফার্স্ট ফাইন্যান্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রি, কপারটেক ইন্ডাস্ট্রি।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪৪ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৬৬ দশমিক শূন্য ৭ পয়েন্টে অবস্থান করছে।

এই বাজারে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৫ কোটি ২৩ লাখ টাকা বেড়ে মোট ৫৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে হাতবদল হওয়া ৩০৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৩৬টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।