সূচকে ৭৩ পয়েন্ট যোগ, লেনদেনও বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2021, 10:42 AM
Updated : 28 Dec 2021, 10:42 AM

রাজধানীর মতিঝিলে একটি ব্রোকারেজ হাউসে চলছে লেনদেন।ফাইল ছবি

মঙ্গলবার প্রথম ২ ঘণটায় ডিএসই সূচক আগের দিনের চেয়ে ৩৪ দশমিক পয়েন্ট বেড়ে যায়।

পরে আরও বাড়তে বাড়তে দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৭৩ দশমিক ৪২ পয়েন্ট বা ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ৬ হাজার ৭৪২ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান নিয়েছে।

এদিন এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১৭ দশমিক ১১ শতাংশ বা ১২৭ কোটি ৫০ লাখ টাকা বেড়েছে।

ঢাকায় এদিন ৮৭২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ৭৪৫ কোটি ১০ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে ৭৬ শতাংশ শেয়ারের দাম বেড়েছে। ১৮ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে, অপরিবর্তিত রয়েছে ৬ শতাংশের দাম।

লেনদেন হয়েছে ৩৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২৮৬টির, কমেছে ৬৯টির, অপরিবর্তিত রয়েছে ২৩টির।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩১ দশমিক ৪৭ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১৯ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫২৩ দশমিক ৭৮ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০

বেক্সিমকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, ওয়ান ব্যাংক লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বীকন ফার্মাসিউটিক্যালস, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিঃ।

দাম বাড়ায় শীর্ষ ১০

আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, হামিদ ফেব্রিক্স লিমিটেড, দি ঢাকা ডায়িং এন্ড ম্যানুফ্যাকচারিং কোং লিঃ, সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, আমান কটন ফাইবার্স লিমিটেড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস, আইসিবি এমপ্লয়ি প্রভিডেন্ট এম এফ ওয়ান স্কিম ওয়ান এবং মালেক স্পিনিং।

দর হারানো শীর্ষ ১০

সাভার রিফ্র্যাক্টরিজ, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড, এগ্রিকালচারাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, ইস্টার্ন ক্যাবলস লিমিটেড, প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি, ফার্মা এইডস লিমিটেড, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোং লিঃ, জুট স্পিনার্স লিমিটেড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং এটলাস বাংলাদেশ লিমিটেড।

চট্টগ্রামের পুঁজিবাজারে প্রধান সূচক সিএএসপিআই ২১৭ দশমিক ৯৯ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৬৩৯ দশমিক ৩৭ পয়েন্টে।

মঙ্গলবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১৮ দশমিক শূন্য ১ শতাংশ বা ৭ কোটি ৮৭ লাখ টাকা বেড়েছে।

এদিন মোট ৫১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪৩ কোটি ৭২ লাখ টাকা।

সিএসইতে ৩০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৫টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দর।