মেঘনা ও সাউথইস্ট ব্যাংককে বন্ড ছাড়ার অনুমতি

দুটি ব্যাংককে বন্ড ছেড়ে ৭০০ কোটি টাকা তোলার অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2021, 07:08 PM
Updated : 26 Dec 2021, 07:08 PM

রোববার বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়ে।

এর মধ্যে মেঘনা ব্যাংককে বন্ড ছেড়ে ২০০ কোটি টাকা তোলার অনুমোদন দেওয়া হয়েছে। এ বন্ডের প্রতি ইউনিটের দাম হবে ১ কোটি টাকা। এর সুদের হার হবে ৭ থেকে ৯ শতাংশ।

বন্ড ছেড়ে তোলা অর্থ দিয়ে কোম্পানির মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে বলে মেঘনা ব্যাংক জানিয়েছে।

সাউথইস্ট ব্যাংক বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা তোলার অনুমোদন পেয়েছে।এ বন্ডের প্রতি ইউনিটের দাম হবে ১ কোটি টাকা। এর সুদের হার হবে ৭ থেকে ৯ শতাংশ।

বন্ড ছেড়ে তোলা অর্থ দিয়ে কোম্পানির মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে বলে সাউথইস্ট ব্যাংক জানিয়েছে।

এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানিয়েছে, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ারে ২০ লাখ টাকা পর্যন্ত আবেদন করতে পারবেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

এর আগে সর্বনিম্ন ৫০ লাখ টাকার আবেদন করার নিয়ম ছিল।