ক্যাটাগরি বদল: পুঁজিবাজারে পরদিন থেকেই মিলবে মার্জিন ঋণ

পুঁজিবাজারে তারল্য কিছুটা বাড়াতে আবারও মার্জিন ঋণের নিয়মে পরিবর্তন এনে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ক্যাটাগরি বদলের পরও কোনো শেয়ারে ঋণ দেওয়ার সুযোগ তৈরি করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2021, 04:28 PM
Updated : 26 Dec 2021, 04:28 PM

তবে ‘জেড’ থেকে অন্য ক্যাটাগরিতে উন্নীত হলে সাত দিন পর্যন্ত ঋণ পাবে না ওই শেয়ার।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। টানা দরপতনের মধ্যে থাকা বাজারে এ সিদ্ধান্ত এল।   

নতুন এ নিয়মের ফলে এখন দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি ছাড়া আর প্রায় সব কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ দিতে পারবে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক।

এখন কোনো কোম্পানি ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হলে কিংবা ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেলে ৩০ দিন পর্যন্ত মার্জিন ঋণ পায় না।

নতুন নির্দেশনার এ দুই ক্ষেত্রে ক্যাটাগরি পরিবর্তনের পরদিন থেকে মার্জিন ঋণ দিতে আর বাধা থাকবে না।

তবে ‘এন’ ক্যাটাগরিতে কোনো কোম্পানির লেনেদেন শুরুর পর এক মাস পর্যন্ত মার্জিন ঋণ পাবে না।

এছাড়া ‘জেড’ ক্যাটাগরি থেকে কোনো শেয়ার পরবর্তী ক্যাটাগরিতে উন্নীত হলে সেটিকে সাত দিন মার্জিন ঋণ দেওয়া যাবে না।

পুঁজিবাজারে বিনিয়োগে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে নেওয়া ঋণ মার্জিন ঋণ হিসেবে পরিচিত।