এএমসিএল-প্রাণের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) ২০২০-২০২১ অর্থবছরের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2021, 03:22 PM
Updated : 26 Dec 2021, 03:22 PM

রোববার ভার্চুয়াল মাধ্যমে কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, পরিচালক সাবিহা আমজাদ, পরিচালক (প্রপার্টি ডেভেলপমেন্ট মনোনীত) উজমা চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুস সালাম এফসিএ, পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল, পরিচালক (বিপণন) চৌধুরী কামরুজ্জামান, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ ইয়ামিন, কোম্পানি সচিব অ্যাডভোকেট কাজী আবদুর রহমানসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডাররা আগের বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন এবং কোম্পানির ব্যবসায় পরিচালনায় উন্নয়নের জন্য কিছু মূল্যবান পরামর্শ দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।