নাম পাল্টাচ্ছে এমআই সিমেন্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড ২০২০-২১ হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে এজিএমে; যাতে নাম পরিবর্তনের সিদ্ধান্তও পাস হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2021, 03:35 PM
Updated : 18 Dec 2021, 03:35 PM

গত বুধবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ অনুমোদন দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এমআই সিমেন্ট কোম্পানি ক্রাউন সিমেন্ট ব্র্যান্ডে দেশে সিমেন্ট বাজারজাত করে থাকে।

এজিএমে কোম্পানিটির নাম পরিবর্তনের সিদ্ধান্তও অনুমোদন করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বিশেষ আলোচ্যসূচী হিসেবে কোম্পানির নাম এম. আই. সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড থেকে ক্রাউন সিমেন্ট পিএলসি করার পরিবর্তন করার প্রস্তাব অনুমোদন করা হয়।

কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সাধারণ সভায় ২০২০-২১ হিসাব বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক ও পরিচালকমণ্ডলীর প্রতিবেদন, পরিচালক নির্বাচন, বর্তমান দুই জন স্বতন্ত্র পরিচালকের পুর্ননিয়োগ অনুমোদন দেওয়া হয়।

এছাড়া আগামী ২০২১-২০২২ সমাপ্ত হিসাব বছরের জন্য বহি:নিরীক্ষক ও করপোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণও অনুমোদন করা হয়।