সপ্তাহের শেষ লেনদেনে পতন থামল

বিজয় দিবসের ছুটির কারণে চলতি সপ্তাহের শেষ কার্যদিবস বুধবারে সূচকের উত্থানে পতন থেমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2021, 12:51 PM
Updated : 15 Dec 2021, 12:51 PM

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন প্রায় সমান সংখ্যক শেয়ারের দর বাড়লে বা কমলেও সূচক ছিল ঊর্ধ্বমুখী। এতে এ সপ্তাহের প্রথম তিন দিনের পতনের ধারা থেমে বৃহস্পতিবার বিজয় দিবসের ছুটি উদযাপনে গেছে পুঁজিবাজার।

দিন শেষে এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩০ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ৪৪ শতাংশ বেড়ে ৬ হাজার ৮৬৮ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করছে।

সূচক বেড়েছে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও। এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৫ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক শূন্য ৩ শতাংশ বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৯৯০ দশমিক ৪৫ পয়েন্টে।

বুধবার ঢাকায় লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫৯টির এবং কমেছে ১৫৮টির। অপরিবর্তিত ছিল ৬০টির দর।

এদিন এ বাজারে সূচক বাড়লেও লেনদেন আগের দিনের তুলনায় ২৫ দশমিক ৩০ শতাংশ বা ২৭৩ কোটি ৪০ লাখ টাকা কমে হাজার কোটি টাকার নিচে নেমেছে।

মোট ৮০৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৮০ কোটি ৮০ লাখ টাকা।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬২ দশমিক ৩১ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১৮ দশমিক শূন্য ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৮৬ দশমিক ৪৬ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

বেক্সিমকো লিঃ, ফরচুন সুজ, ওয়ান ব্যাংক, জেনেক্স ইনফোসিস, সোনালী পেপার, অ্যাক্টিভ ফাইন, জিএসপি ফাইন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লিন্ডে বিডি ও আইএফআইসি ব্যাংক।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি

খান ব্রাদার্স পিপি, এএমসিএল (প্রাণ), মেট্রো স্পিনিং, লিবরা ইনফিউশন, রেনউইক যজ্ঞেশ্বর, জিবিবি পাওয়ার, রহিমা ফুড, ন্যাশনাল টি, ইস্টার্ন লুব্রিকেন্টস ও ইউনিলিভার কনজুমার কেয়ার।

বেশি দর হারানো ১০টি কোম্পানি

কাট্টালি টেক্সটাইল, ফারইস্ট ইসলামি লাইফ, আইএসএন, আজিজ পাইপস, উসমানিয়া গ্লাস, মেঘনা কনডেন্সড মিল্ক, রহিম টেক্সটাইল, আরামিট সিমেন্ট, ফু-ওয়াং সিরামিক ও তুংহাই নিটিং।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইতে ১৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।

এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৩৭ দশমিক ৪২ শতাংশ বা ৯ কোটি ৫২ লাখ টাকা কমে ১৫ কোটি ৯১ লাখ টাকায় নেমেছে। আগের দিন যা ছিল ২৫ কোটি ৪৩ লাখ টাকা।