এসবিএসি ব্যাংকের বোনাস লভাংশে বিএসইসির সায়

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2021, 03:59 PM
Updated : 14 Dec 2021, 03:59 PM

মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় সাউথ বাংলা ব্যাংকের পর্ষদের সুপারিশ করা লভ্যাংশ অনুমোদনের খবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি।

গত ৮ সেপ্টেম্বর বিনিয়োগকারেীদের জন্য ৪ শতাংশ স্টক ও ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে নতুন প্রজন্মের ব্যাংকটি।

২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ঘোষণা করা এ লভ্যাংশের নগদ অংশ এরই মধ্যে বিনিয়োগকারীরা পেয়েছেন।

তবে বর্তমান নিয়ম অনুযায়ী কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ দিতে চাইলে বিএসইসির কাছ থেকে অনুমতি নিতে হয়।

সেই অনুযায়ী সাউথ বাংলা বিএসইসির কাছে আবেদন করলে তা মঙ্গলবার অনুমোদন দেয় কমিশন। এর অংশ হিসেবে ব্যাংকের ৩১ দশমিক ৩৮ কোটি টাকা পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাবও অনুমোদন করা হয়।

২০২০ অর্থবছরে ব্যাংকটি ৯৫ কোটি ২০ লাখ টাকা মুনাফা করেছিল।

এ বছরেই পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় চতুর্থ প্রজন্মের এ ব্যাংক। বর্তমানে কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে ‘এন’ ক্যাটাগরিতে।