পুঁজিবাজারে তৃতীয় দিনে দরপতন

দেশের উভয় পুঁজিবাজারে চলতি সপ্তাহে শুরু হওয়া দরপতন তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2021, 12:05 PM
Updated : 14 Dec 2021, 12:05 PM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের থেকে ৪৪ দশমিক ২২ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ কমে ৬ হাজার ৮৩৭ দশমিক ৮১ পয়েন্টে নেমেছে।

এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রামেও সূচক কমেছে। এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৭৩ দশমিক ৫৮ পয়েন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে অবস্থান করছে ১৯ হাজার ৯৮৪ দশমিক ৭৩ পয়েন্টে।

মঙ্গলবার ঢাকায় সূচক কমলেও লেনদেন আগের দিনের তুলনায় ৫৫ দশমিক ১৪ শতাংশ বা ৩৮৪ কোটি ১৫ লাখ টাকা বেড়েছে।

এদিন ১ হাজার ৮০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ৬৯৬ কোটি ৬৫ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮৮টির এবং কমেছে ২৪৯টির। অপরিবর্তিত ছিল ৪০টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৬ দশমিক ৬৬ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৬৮ দশমিক ৪২ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

ওয়ান ব্যাংক, ফরচুন সুজ, বেক্সিমকো লিঃ, জেনেক্স ইনফোসিস, জিএসপি ফাইন্যান্স, ডেল্টা লাইফ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, সাইফ পাওয়ার ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্স।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি

ফরচুন সুজ, এএমসিএল (প্রাণ), অ্যাপেক্স ফুটওয়ার, ফার্মা এইড, অ্যাপেক্স ফুড, লিব্রা ইনফিউশন, প্রাইম ইন্স্যুরেন্স, রংপুর ফাউড্রি, বাটা সুজ ও লিন্ডে বিডি।

বেশি দর হারানো ১০টি কোম্পানি

শ্যামপুর সুগার, জিল বাংলা সুগার, ওয়ান ব্যাংক, মেঘনা পেট, জিবিবি পাওয়ার, আইএসএন, জুট স্পিনিং, এফএএস ফাইন্যান্স, ইনটেক ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।

এদিন সিএসইতে ২৭০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১৭৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।

মঙ্গলবার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ২৮ দশমিক শূন্য ৪ শতাংশ বা ৯ কোটি ৯১ লাখ টাকা কমেছে।

এদিন মোট ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩৫ কোটি ৩৪ লাখ টাকা।