বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা তুলবে পূবালী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংককে বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা তোলার অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2021, 04:11 PM
Updated : 7 Dec 2021, 04:11 PM

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বন্ডের প্রতি ইউনিটের দাম হবে পাঁচ হাজার টাকা। এর সুদের হার হবে ৬ থেকে ১০ শতাংশ।

কমিশন সভায় ৫০০ কোটি টাকার মধ্যে ৫০ কোটি টাকা আইপিওর মাধ্যমে এবং ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে তোলার শর্ত দেওয়া হয়েছে।

আইপিওর মাধ্যমে বন্ড কিনতে পারবেন সাধারণ বিনিয়োগকারীরা।

অপরদিকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা বন্ড কিনতে পারবেন সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট ও স্বায়ত্তশাসিত করপোরেশনগুলো।

বন্ড ছেড়ে তোলা অর্থ দিয়ে কোম্পানির মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে বলে পূবালী ব্যাংক জানিয়েছে।

এটি হবে পার্পেচুয়াল বন্ড অর্থাৎ কোনো ‘ম্যাচিউরিটি ডেট’ থাকবে না এবং এটিকে শেয়ারে রূপান্তর করা যাবে। এ বন্ড ছাড়তে জামানতও নেই।

বন্ডটির ট্রাস্টি হিসেবে আছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল কোম্পানি লিমিটেড।

অ্যারেঞ্জার ও ইস্যু ম্যানেজার হিসেবে আছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।

বন্ডটির আন্ডার রাইটার হিসেবে আছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।