৭ হাজারের উপরে ফের ডিএসই সূচক

বড় উত্থানে টানা ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকায় আবার দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক সাত হাজার পয়েন্ট ছাড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2021, 01:07 PM
Updated : 7 Dec 2021, 01:07 PM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭০ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ শতাংশ। এতে সূচকের অবস্থান ৭ হাজার ৪৮ দশমিক ৯৯ পয়েন্টে পৌঁছেছে।

প্রায় ১৫ দিন পর আবার সূচক এ মাইলফলক ছাড়াল। এর আগে ডিএসইএক্স ৭ হাজার পয়েন্ট পেরিয়েছিল গত ২৩ নভেম্বর।

ডিএসই মতো সূচকে বড় উত্থান হয়েছে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও।

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ২০৭ দশমিক ৬৬ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ২ শতাংশ বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬১০ দশমিক ৪০ পয়েন্টে।

মঙ্গলবারের উত্থান নিয়ে পাঁচ দিনে ডিএসই সূচক বেড়েছে ৩৪৫ দশমিক ৭৪ পয়েন্ট।

পুঁজিবাজার ইস্যুতে দু্ই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও বিএসইসিকে নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠকের সিদ্ধান্তের পর থেকে নিম্নমুখী ধারা কাটিয়ে ঊর্ধ্বমুখী হয়েছে সূচক।

মঙ্গলবার এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২৭৪টির এবং কমেছে ৬৯টির। অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।

বেশির ভাগের দাম বাড়ার পাশাপাশি এ বাজারে লেনদেনও আগের দিনের তুলনায় ৫০ দশমিক শূন্য ৪ শতাংশ বা ৪৪৩ কোটি ৯১ লাখ টাকা বেড়ে ফের হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

এদিন এক হাজার ৩১৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ৮৮৭ কোটি ১৪ লাখ টাকা।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮০ পয়েন্টে দশমিক শূন্য ৭ পয়েন্ট।

ডিএস৩০ সূচক ২৫ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৬০ দশমিক ৩১ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

বেক্সিমকো লিঃ, ওয়ান ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, পাওয়ার গ্রিড, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, অ্যাক্টিভ ফাইন, আইএফআইসি ব্যাংক ও জিপিএইচ ইস্পাত।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি

খান ব্রাদার্স পিপি, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড,  অ্যাপলো ইস্পাত, ডেল্টা স্পিনার্স, ফাইন ফুডস, জিএসপি ফাইন্যান্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক  এক্সেসোরিজ ও  ইয়াকিন পলিমার।  

বেশি দর হারানো ১০টি কোম্পানি

আমান ফিড, এশিয়া ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, ইনডেক্স এগ্রো, ফরচুন সুজ, অরিয়ন ইনফিউশন, সোনালী পেপার, দেশ গার্মেন্টস, শাহজিবাজার পাওয়ার ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স।

অপরদিকে চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইতে ২৯১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১১টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর।

এদিন এ বাজারে লেনদেনও আগের দিনের তুলনায় ২৬ দশমিক ৯৪ শতাংশ বা ৯ কোটি ৪৮ লাখ টাকা বেড়ে মোট ৪৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩৫ কোটি ২০ লাখ টাকা।