ব্যাংকের মুনাফা: ৯ মাসে বেড়েছে ২৬টির, কমেছে ৬টির

করোনাভাইরাস মহামারীর স্থবিরতা কাটিয়ে ব্যবসা বাণিজ্য বাড়তে থাকায় অর্থনৈতিক কার্যক্রম গতিশীল হচ্ছে; এর সরাসরি ফল পাচ্ছে ব্যাংকগুলো, আয় বাড়ার পাশাপাশি বেড়েছে মুনাফাও।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2021, 02:27 PM
Updated : 20 Nov 2021, 02:27 PM

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও সে তথ্যই দিচ্ছে।

২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রথম নয় মাসে ৩২টি ব্যাংকের মধ্যে ২৬টি আগের বছরের একই সময়ের তুলনায় বেশি মুনাফা করেছে। শুধু ছয়টি ব্যাংকের মুনাফায় ভাটা দেখা গেছে।

জানতে চাইলে অর্থনীতিবিদ ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অর্থনীতিতে গতি আসায় ব্যাংকগুলোর ঋণ বিতরণ বাড়ছে। ব্যাংকগুলো ভালো করছে।

“তবে করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখার বিষয়ে ছাড় দিয়েছে। দেখতে হবে কারা এ সুযোগ নিয়ে মুনাফা বেশি দেখাচ্ছে এবং কারা এই সুযোগ নিচ্ছে না।”

আমানতে সুদের হার কমিয়েও মুনাফা বাড়িয়েছে ব্যাংকগুলো, যোগ করেন তিনি।

করোনাভাইরাস মহামারীর প্রভাব কাটিয়ে ব্যাংকগুলো ভালো ব্যবসা করছে বলে উল্লেখ করেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী।

এ প্রসঙ্গে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক সভাপতি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করায় আমদানি রপ্তানি অনেক বেড়েছে। এতে ব্যাংকগুলো ভালো ব্যবসা করছে।

এ ছাড়া আমানতে সুদের হার কমানোর বিষয়টিও ব্যাংকের মুনাফা বাড়াতে সাহায্য করেছে বলে তিনি উল্লেখ করেন।

বছরের প্রথম নয় মাসে আগের বছরের একই সময়ের চেয়ে মুনাফা কমেছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম ব্যাংক), আইসিবি ইসলামিক ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, রূপালী ব্যাংক ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের।

বছরের প্রথম নয় মাসে শেয়ারপ্রতি ভালো মুনাফা দেখানো তালিকাভুক্ত ব্যাংকগুলোর শীর্ষ তালিকার মধ্যে রয়েছে বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংক।

ব্যাংকটি ২০২০ সালের পুরো বছরে ৫৫০ কোটি মুনাফা করলেও চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ৬ টাকা ২৫ পয়সা। সে হিসাবে এ সময়ে মোট মুনাফা দাঁড়ায় ৩৯৫ কোটি টাকা।

বেসরকারি ট্রাস্ট ব্যাংক গত নয় মাসে শেয়ারপ্রতি মুনাফা করেছে ৩ টাকা ৯৩ পয়সা; মোট মুনাফা দেখিয়েছে ২৭৮ কোটি টাকা। ২০২০ সালে পুরো বছরে ১৮০ কোটি মুনাফা করেছিল ব্যাংকটি।

শেয়ারপ্রতি মুনাফা করা ব্যাংকগুলোর মধ্যে প্রথম দিকে থাকা ইস্টার্ন ব্যাংক গত নয় মাসে শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪ টাকা ২১ পয়সা। ২০২০ সালের পুরো বছরে ৪১৮ কোটি মুনাফা করা এ ব্যাংক ৯ মাসে মোট মুনাফা দেখিয়েছে ৪০২ কোটি টাকা।

অপরদিকে জুলাই-সেপ্টেম্বর তৃতীয় প্রান্তিকের হিসাবে দেখা যাচ্ছে তালিকাভুক্ত ৩২টি ব্যাংকের মধ্যে ১৮টি বা ৫৬ শতাংশ ব্যাংক ভালো মুনাফা করেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের মুনাফা - লভ্যাংশ

ব্যাংক

তৃতীয় প্রান্তিক

মুনাফা ২০২১

তৃতীয় প্রান্তিক

মুনাফা ২০২০

৯ মাস

মুনাফা ২০২১

৯ মাস

মুনাফা ২০২০

লভ্যাংশ-মুনাফা ২০২০

এবি

১৩ পয়সা

১১ পয়সা

৪৪ পয়সা

২৮ পয়সা

৩৯.৪১ কোটি টাকা; ৫% স্টক

আল-আরাফাহ্‌

৩৮ পয়সা

৫০ পয়সা

১.৫৪ টাকা

১.৩৫ টাকা

২৫৬.৫২ কোটি টাকা; ১৫% নগদ

ব্যাংক এশিয়া

৬১ পয়সা

৬০ পয়সা

২.৩৬ টাকা

১.৯৭ টাকা

২০২.৪৫ কোটি টাকা; ১০% নগদ

ব্র্যাক

১.০২ টাকা

১.০৭ টাকা

২.৮৭ টাকা

১.৯২ টাকা

৪৪১.৩৪ কোটি টাকা; ১০% নগদ ৫% স্টক

দ্য সিটি

৯০ পয়সা

১.৮৯ টাকা

২.৯৭ টাকা

২.৮৯ টাকা

৪৩৬.৪২ কোটি টাকা; ১৭.৫% নগদ ও ৫% স্টক

ঢাকা ব্যাংক লি.

৫৫ পয়সা

৪৯ পয়সা

১.৬৫ টাকা

১.২৮ টাকা

১৯৮.৮১ কোটি টাকা; ৬% নগদ ও  ৬% স্টক

ডাচ্-বাংলা

২.৬৮ টাকা

২.০৫ টাকা

৬.২৫ টাকা

৫.৪৭ টাকা

৫৪৯.৮৭ কোটি টাকা; ১৫% নগদ ও  ১৫% স্টক

ইস্টার্ন

১.৬৫ টাকা

১.৪৫ টাকা

৪.২১ টাকা

৩.১০ টাকা

৪১৮.০৪ কোটি টাকা; ১৭.৫০% নগদ ও ১৭.৫০% স্টক

এক্সিম

৩২ পয়সা

৪২ পয়সা

১.১৮ টাকা

১.৪০ টাকা

২৮১.৫৩ কোটি টাকা; ৭.৫% নগদ ও ২.৫% স্টক

ফার্স্ট সিকিউরিটি

৭৮ পয়সা

৪৯ পয়সা

১.৩০ টাকা

১.২৬ টাকা

২৭৭.৯৯ কোটি টাকা; ৫% নগদ ও ৫% স্টক

আইসিবি ইসলামিক

-১৫ পয়সা

১৭ পয়সা

-৪৭ পয়সা

-১৫ পয়সা

- ১৮.৭৩ কোটি; লভ্যাংশ দেয়নি

আইএফআইসি

৩৫ পয়সা

২১ পয়সা

১.২৬ টাকা

৭২ পয়সা

১১৩.৩০ কোটি টাকা; ৫% স্টক

ইসলামী

৫৯ পয়সা

৩৬ পয়সা

২.৬৭ টাকা

২.৩০ টাকা

৪৭৯.৫৫ কোটি টাকা; ১০% নগদ

যমুনা

১.২৩ টাকা

১.১১ টাকা

৩.৮৭ টাকা

৩.১৮ টাকা

২৬৫.৩৬ কোটি টাকা; ১৭.৫% নগদ

মার্কেন্টাইল

১.৩৬ টাকা

৬৭ পয়সা

৩.৩৮ টাকা

১.৬৪ টাকা

২২২.৮৩ কোটি টাকা; ১০% নগদ ও ৫% স্টক

মিউচ্যুয়াল ট্রাস্ট

১২ পয়সা

১৯ পয়সা

১.২০ টাকা

১.৫৩ টাকা

৯৭.০৪ কোটি টাকা; ১০% স্টক

ন্যাশনাল

১৪ পয়সা

১০ পয়সা

৪৪ পয়সা

৪৫ পয়সা

৪১২.৩২ কোটি টাকা; ৫% নগদ ও ৫% স্টক

এনসিসি

৭১ পয়সা

৫৬ পয়সা

২.০৪ টাকা

১.৬৫ টাকা

২২৩.৩৮ কোটি টাকা; ৭.৫% নগদ ও ৭.৫% স্টক

এনআরবি কমার্শিয়াল

১.১১ টাকা

১.৪২ টাকা

২.২২ টাকা

১.৯১ টাকা

১৩৮.০৪ কোটি টাকা; ৭.৫% নগদ ও ৫% স্টক

ওয়ান

১৮ পয়সা

২২ পয়সা

১.৬৪ টাকা

১.১৫ টাকা

১৩৯.৩৬ কোটি টাকা; ৬% নগদ ও ৫.৫% স্টক

প্রিমিয়ার

৬৫ পয়সা

৫১ পয়সা

২.২৩ টাকা

১.৪০ টাকা

২০৬.৩৬ কোটি টাকা; ১২.৫% নগদ ও ৭.৫% স্টক

প্রাইম

৪৬ পয়সা

৪৬ পয়সা

২.২৭ টাকা

১.০১ টাকা

১৮২.৭৯ কোটি টাকা; ১৫% নগদ

পূবালী

২.৭২ টাকা

১.৫০ টাকা

৪.৫২ টাকা

২.৯৪ টাকা

৩০৬.৬৮ কোটি টাকা;  ১২.৫% নগদ

রূপালী

-৩ পয়সা

১২ পয়সা

৩৭ পয়সা

৪৫ পয়সা

২০.২৯ কোটি টাকা; ১০% স্টক

এসবিএসি

৫৪ পয়সা

৪২ পয়সা

৮১ পয়সা

৮২ পয়সা

৯৫.২০ কোটি

শাহ্‌জালাল ইসলামী

৭৩ পয়সা

৪৭ পয়সা

২.৪৫ টাকা

১.৪৭ টাকা

১৯১.৩৪ কোটি টাকা; ৭% নগদ ও ৫% স্টক

সোস্যাল ইসলামী

২৯ পয়সা

২৮ পয়সা

৮১ পয়সা

৭৩ পয়সা

১৫৬.৭৩ কোটি টাকা; ৫% নগদ ও ৫% স্টক

সাউথইস্ট

৫৭ পয়সা

৭৩ পয়সা

৩.১৩ টাকা

২.৩৩ টাকা

২১৪.৯০ কোটি টাকা; ১০% নগদ

স্টান্ডার্ড

৫ পয়সা

৫ পয়সা

২৮ পয়সা

১১ পয়সা

১০৮.২১ কোটি টাকা; ২.৫% নগদ ও ২.৫% স্টক

ট্রাস্ট

১.৭৩ টাকা

১.৯০ টাকা

৩.৯৩ টাকা

৩.৭১ টাকা

১৮০.২১ কোটি টাকা; ১০% নগদ ও ১০% স্টক

ইউসিবি

৬৭ পয়সা

৬৯ পয়সা

১.৬৫ টাকা

১.৩৮ টাকা

২৯৪.৮৮ কোটি টাকা; ৫% নগদ ও ৫% স্টক

উত্তরা

১.০৯ কোটি

১.২৬ কোটি

২.৮৯ টাকা

২.৭০ টাকা

২১৪.৬৬ কোটি টাকা; ১২.৫% নগদ ও ১২.৫% স্টক