সূচক বেড়ে সপ্তাহ শেষ ডিএসইতে
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2021 06:43 PM BdST Updated: 18 Nov 2021 06:43 PM BdST
সপ্তাহের শেষ দিনে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে।
বৃহস্পতিবার দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেযে ৩১ দশমিক শূণ্য ৪ পয়েন্ট বা দশমিক ৪৪ শতাংশ বেড়ে ৭ হাজার ৯১ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে।
আর চলতি সপ্তাহ শেষে পাঁচ কার্যদিবসে মোট ৯৫ দশমিক ৮৯ পয়েন্ট যোগ হয়েছে ঢাকার পুঁজিবাজারে।
বৃহস্পতিবার ঢাকার বাজারে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৩ দশমিক শূণ্য ৫ শতাংশ বা ৪৫ কোটি ৯৯ লাখ টাকা কমেছে।
ঢাকায় এদিন ১ হাজার ৪৬১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৫০৭ কোটি ৩ লাখ টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে হাতবদল হওয়া ৩৪১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৪৭ শতাংশের দাম কমেছে; বিপরীতে ৪৫ শতাংশের দাম বেড়েছে ও অপরিবর্তিত রয়েছে ৯ শতাংশের দাম।
বৃহস্পতিবার এ বাজারে লেনদেন হয়েছে । এর মধ্যে দর বেড়েছে ১৫২টির এবং কমেছে ১৫৯টির। অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।

ডিএস৩০ সূচক ১১ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৯৪ দশমিক ৯৫ পয়েন্টে।
লেনদেনে শীর্ষ ১০
বেক্সিমকো, ফরচুন সুজ, ডেল্টা লাইফ ইন্সুঃ, আইএফআইসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক।
দর বৃদ্ধিতে শীর্ষ ১০
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, একমি পেসটিসাইড, এএফসি অ্যাগ্রো, রিজেন্ট টেক্স, পেনিনসুলা চিটাগাং, রহিমা ফুড, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মি.ফা., স্টাইল ক্র্যাফট ও ডাচ্ বাংলা ব্যাংক।
দর হারানো শীর্ষ ১০
কাট্টালি টেক্সটাইল, মতিন স্পিনিং, জুট স্পিনার্স, সায়হাম কটন, নাভানা সিএনজি, আফতাব অটো, আলিফ ম্যানুফ্যাকচারিং, এমজেএল বিডি, সেলভো কেমিক্যাল ও আলিফ ইন্ডাঃ।
এদিন চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক এবং লেনদেন কমেছে ।
এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৯ দশমিক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৬৩২ দশমিক ৫০ পয়েন্টে।
বৃহস্পতিবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৩৭ দশমিক শূণ্য ৮ শতাংশ বা ২০ কোটি ৫৩ লাখ টাকা কমেছে।
এদিন মোট ৩৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫৫ কোটি ৩৭ লাখ টাকা।
সিএসইতে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।
-
পুঁজিবাজারে ‘প্রি-ওপেন সেশন’ বন্ধ হল
-
পি কে হালদারের নামে সব শেয়ার অবরুদ্ধ
-
সাত দিনে ডিএসই সূচক পিছিয়ে গেল ১০ মাস
-
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
-
আরও বড় পতনে ডিএসই সূচক ১০ মাস আগের অবস্থানে
-
পঞ্চম দিনে গড়াল পতন
-
পি কে হালদারের ২ কোম্পানির শেয়ারদর বাড়ল সর্বোচ্চ
-
পুঁজিবাজারে সূচক পতন চলছেই
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়