পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল: আইসিবি পাচ্ছে ১০০ কোটি টাকা

পুঁজিবাজারে তারল্য বাড়াতে গঠিত স্থিতিশীলতা তহবিল থেকে ১০০ কোটি টাকা আইসিবিকে দেবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2021, 03:27 PM
Updated : 16 Nov 2021, 03:27 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘টিডিআর’ হিসেবে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) এ অর্থ দেওয়া হবে বলে জানিয়েছে বিএসইসি।

টিডিআর হচ্ছে এক ধরনের ফিক্সড ডিপোজিট। অর্থাৎ স্থিতিশীলতা তহবিল প্রতিবছর আমানত হিসেবে আইসিবিকে দেওয়া ১০০ কোটি টাকার বিপরীতে নির্দিষ্ট হারে সুদ পাবে।

আইসিবি এ অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাজারে অর্থ সরবরাহ বাড়াতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অবণ্টিত লভ্যাংশ নিয়ে পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল (সিএমএসএফ) গঠন করা হয়।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় একটি নতুন মিউচুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে কমিশন।

এর নাম রাখা হয়েছে ‘সুবর্ণ জয়ন্তী ফান্ড’ এবং মেয়াদ হবে ১০ বছর।

এ ফান্ডেও স্থিতিশীলতা তহবিল থেকে ৫০ কোটি টাকা দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মঙ্গলবারের সভায় বাজার মধ্যস্থতাকারীদের পুরস্কার দেওয়ার সিদ্ধান্তও এসেছে। এমন তিনটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার’ দেওয়া হবে।