৭৮ কোম্পানির প্রথম প্রান্তিকের তথ্য প্রকাশ

প্রথম প্রান্তিকে মুনাফা বাড়ার খবরে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালের শেয়ারের দাম বেড়েছে; আর মুনাফা কমায় দর হারিয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2021, 05:48 PM
Updated : 15 Nov 2021, 05:48 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওষুধ খাতের এ দুই কোম্পানির মতো ৭৮টি কোম্পানি ২০২১-২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের হিসাব প্রকাশ করেছে, যার প্রভাব দেখা গেছে শেয়ারদরে।

তবে মুনাফা বাড়ার খবরের পরও অনেক কোম্পানির শেয়ারদর কমতে দেখা গেছে সার্বিক বাজার পরিস্থিতির কারণে।

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এসব কোম্পানির জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক তথ্যের সার সংক্ষেপ থাকছে এ প্রতিবেদনে।

স্কয়ার ফার্মার প্রথম প্রান্তিকের মুনাফা অনেনক বাড়ার খবরে সোমবার স্কয়ার ফার্মার শেয়ারের দাম ৬ টাকা ২০ পয়সা বেড়ে লেনদেন হয়েছে ২২২ টাকা ৫০ পয়সায়।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৫ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ৪ টাকা ৪৪ পয়সা।

অপরদিকে ওরিয়ন ফার্মার মুনাফা অনেক কমে যাওয়ার খবরে শেয়ারের দাম ৩০ পয়সা কমে ৯৬ টাকা ৫০ পয়সায় নেমেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটি মুনাফা করেছে ৩০ পয়সা। আগের বছর এ সময় যা ছিল ৮২ পয়সা।

অন্য কোম্পানিগুলোর প্রথম প্রান্তিকের তথ্য

তমিজউদ্দিন টেক্সটাইল শেয়ারপ্রতি ৭৫ পয়সা মুনাফা করেছে, যা আগের বছর ছিল ৩৩ পয়সা- মুনাফা।

আফতাব অটো শেয়ারপ্রতি ৯ পয়সা লোকসান করেছে, আগের বছর ছিল ২০ পয়সা- লোকসান।

মন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ শেয়ারপ্রতি ৩৬ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৫১ পয়সা- মুনাফা।

তসরিফা ইন্ডাস্ট্রিজ শেয়ারপ্রতি ১৬ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ১০ পয়সা- মুনাফা।

অগ্নি সিস্টেমস শেয়ারপ্রতি ৩০ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ২২ পয়সা- মুনাফা।

এমএল ডাইং শেয়ারপ্রতি ২৪ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৩২ পয়সা- মুনাফা।

নাভানা সিএনজি শেয়ারপ্রতি ৬ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ১১ পয়সা- মুনাফা।

এপেক্স ফুটওয়্যার শেয়ারপ্রতি ২ টাকা ৪০ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ১ টাকা ৯৮ পয়সা- মুনাফা।

গোল্ডেন হারভেস্ট শেয়ারপ্রতি ২ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৩৪ পয়সা- লোকসান।

আর এন স্পিনিং শেয়ারপ্রতি ৩ পয়সা লোকসান করেছে, আগের বছর ছিল ৬ পয়সা- লোকসান।

শাশা ডেনিম শেয়ারপ্রতি ৪৩ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ১১ পয়সা- মুনাফা।

ফার্মা এইডস শেয়ারপ্রতি ৫ টাকা ১৫ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৪ টাকা ১ পয়সা- মুনাফা।

ইয়াকিন পলিমার শেয়ারপ্রতি ১৪ পয়সা লোকসান করেছে, আগের বছর ছিল ৪৩ পয়সা- লোকসান।

প্যারামাউন্ট টেক্সটাইল শেয়ারপ্রতি ১ টাকা ৫৩ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ১ টাকা ৪৩ পয়সা- মুনাফা।

বারাকা পাওয়ার শেয়ারপ্রতি ৮৪ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৮২ পয়সা- মুনাফা।

ডরিন পাওয়ার শেয়ারপ্রতি ২ টাকা ৮৩ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ২ টাকা ১ পয়সা- মুনাফা।

ইনফরমেশন সার্ভিসেস শেয়ারপ্রতি ১৩ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ১ পয়সা- মুনাফা।

ইফাদ অটোস শেয়ারপ্রতি ৪১ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৬৮ পয়সা- মুনাফা।

মুন্নু ফেব্রিক্স প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ২ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ১ পয়সা- মুনাফা।

আমান ফিড শেয়ারপ্রতি ৯৩ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৮৯ পয়সা- মুনাফা।

ইউনাইটেড পাওয়ার শেয়ারপ্রতি ৫ টাকা মুনাফা করেছে, আগের বছর ছিল ৫ টাকা ৫ পয়সা- মুনাফা।

আমরা নেটওয়ার্ক শেয়ারপ্রতি ৫১ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৭৮ পয়সা- মুনাফা।

আমান কটন ফাইব্রাস শেয়ারপ্রতি ২৭ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৩০ পয়সা- মুনাফা।

সোনারগাঁ টেক্সটাইল শেয়ারপ্রতি ৮ পয়সা লোকসান করেছে, আগের বছর ছিল ৪১ পয়সা- লোকসান।

জাহিন স্পিনিং শেয়ারপ্রতি ২৪ পয়সা লোকসান করেছে, আগের বছর ছিল ২ পয়সা- লোকসান।

অলিম্পিক এক্সেসরিজ শেয়ারপ্রতি ৭ পয়সা লোকসান করেছে, আগের বছর ছিল ৮ পয়সা- লোকসান।

বিডিকম অনলাইন শেয়ারপ্রতি ২৯ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ২০ পয়সা- মুনাফা।

প্রাইম টেক্সটাইল স্পিনিং শেয়ারপ্রতি ১৪ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৯৬ পয়সা- লোকসান।

জেনারেসন নেক্সট শেয়ারপ্রতি ৫ পয়সা লোকসান করেছে, আগের বছর ছিল ৮ পয়সা- লোকসান।

সাভার রিফ্র্যাক্টরিজ শেয়ারপ্রতি ৩৩ পয়সা লোকসান করেছে, আগের বছর ছিল ২৫ পয়সা- লোকসান।

ভিএফএস থ্রেড ডাইং শেয়ারপ্রতি ৪০ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৩৮ পয়সা- মুনাফা।

স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ শেয়ারপ্রতি ২ টাকা ৩৩ পয়সা লোকসান করেছে, আগের বছর ছিল ১ টাকা ৯৭ পয়সা- লোকসান।

ইন্ট্রাকো রিফুয়েলিং শেয়ারপ্রতি ৩৩ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ১২ পয়সা- মুনাফা।

ওরিয়ন ইনফিউশন শেয়ারপ্রতি ৭২ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৪৭ পয়সা- মুনাফা।

ফাইন ফুডস শেয়ারপ্রতি ৬ পয়সা লোকসান করেছে, আগের বছর ছিল ১৩ পয়সা- লোকসান।

এডভেন্ট ফার্মা শেয়ারপ্রতি ৪০ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৩৭ পয়সা- মুনাফা।

ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস শেয়ারপ্রতি ৩৬ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৩০ পয়সা- মুনাফা।

দেশবন্ধু পলিমার শেয়ারপ্রতি ১৪ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ২৮ পয়সা- লোকসান।

দেশ গার্মেন্টস শেয়ারপ্রতি ২৬ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৭৩ পয়সা- লোকসান।

এসোসিয়েটেড অক্সিজেন শেয়ারপ্রতি ৪৯ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৫০ পয়সা- মুনাফা।

ফার কেমিক্যাল শেয়ারপ্রতি ৩ পয়সা লোকাসন করেছে, আগের বছর ছিল ১ পয়সা- লোকসান।

ইস্টার্ন হাউজিং শেয়ারপ্রতি ৭৫ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৮৬ পয়সা- মুনাফা।

এপেক্স ফুড শেয়ারপ্রতি ৬৭ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৩৭ পয়সা- মুনাফা।

ইন্দো বাংলা ফার্মা শেয়ারপ্রতি ৩৪ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৩৩ পয়সা- মুনাফা।

জেমিনি সি ফুড শেয়ারপ্রতি ১ টাকা ৫৬ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৪ টাকা ৬৭ পয়সা- লোকসান।

এপেক্স স্পিনিং শেয়ারপ্রতি ৬৫ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৭১ পয়সা- মুনাফা।

মেঘনা সিমেন্ট শেয়ারপ্রতি ৪৬ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৪৬ পয়সা- মুনাফা।

নিউ লাইন ক্লোথিংস শেয়ারপ্রতি ৫৫ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৪৫ পয়সা- মুনাফা।

সায়হাম টেক্সটাইল মিলস শেয়ারপ্রতি ২৯ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ১২ পয়সা- মুনাফা।

একমি পেস্টিসাইড শেয়ারপ্রতি ৪৭ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৪৮ পয়সা- মুনাফা।

ন্যাশনাল ফিড শেয়ারপ্রতি ৩ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ২৫ পয়সা- মুনাফা।

সি পার্ল বিচ শেয়ারপ্রতি ৯ পয়সা লোকসান করেছে, আগের বছর ছিল- ১২ পয়সা মুনাফা।

মন্নু সিরামিক শেয়ারপ্রতি ২১ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৩৩ পয়সা- মুনাফা।

সাইফ পাওয়ারটেক শেয়ারপ্রতি ৫২ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৩৭ পয়সা- মুনাফা।

জিবিবি পাওয়ার শেয়ারপ্রতি ৩৫ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৩১ পয়সা- মুনাফা।

সায়হাম কটন মিলস শেয়ারপ্রতি ৪৬ পয়সা লোকসান করেছে, আগের বছর ছিল ১৫ পয়সা- মুনাফা।

ওয়াইমেক্স ইলেক্ট্রোড শেয়ারপ্রতি ৩৫ পয়সা লোকসান করেছে, আগের বছর ছিল ২ পয়সা- লোকসান।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ শেয়ারপ্রতি ২ টাকা ৬ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ২ টাকা ৮৫ পয়সা- মুনাফা।

প্যাসিফিক ডেনিম শেয়ারপ্রতি ১০ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ১৯ পয়সা- মুনাফা।

বিডি অটোকার্স শেয়ারপ্রতি ১২ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ১০ পয়সা- মুনাফা।

মোজাফফর হোসেন স্পিনিং মিলস শেয়ারপ্রতি ২৪ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৪২ পয়সা- লোকসান।

জেএমআই সিরিঞ্জ শেয়ারপ্রতি ৮৬ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৮০ পয়সা- মুনাফা।

সিভিও পেট্রোক্যামিকেল শেয়ারপ্রতি ৫৭ পয়সা লোকসান করেছে, আগের বছর ছিল ৬৮ পয়সা- লোকসান।

আমরা নেটওয়ার্ক শেয়ারপ্রতি ৫১ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৭৮ পয়সা- মুনাফা।

আমান কটন ফাইব্রাস শেয়ারপ্রতি ২৭ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৩০ পয়সা- মুনাফা।

বারাকা পতেঙ্গা পাওয়ার শেয়ারপ্রতি ১ টাকা ১৩ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ১ টাকা ৭ পয়সা- মুনাফা।

খুলনা পাওয়ার কোম্পানি শেয়ারপ্রতি ১০ পয়সা লোকসান করেছে, আগের বছর ছিল ৯১ পয়সা- মুনাফা।

বাংলাদেশ সাবমেরিন কেবল শেয়ারপ্রতি ৩ টাকা ২১ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ২ টাকা ১ পয়সা- মুনাফা।

শাহজিবাজার পাওয়ার শেয়ারপ্রতি ২ টাকা ১৩ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ১ টাকা ৪৫ পয়সা- মুনাফা।

বিডি থাই অ্যালুমিনিয়াম শেয়ারপ্রতি ১২ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ২৬ পয়সা- মুনাফা।

আমরা টেকনোলজি শেয়ারপ্রতি ৫৩ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৩৯ পয়সা- মুনাফা।

জিকিউ বলপেন শেয়ারপ্রতি ৯১ পয়সা লোকসান করেছে, আগের বছর ছিল ৪ টাকা ৭২ পয়সা- লোকসান।

বসুন্ধরা পেপার মিলস শেয়ারপ্রতি ৩৯ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৩০ পয়সা- মুনাফা।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ শেয়ারপ্রতি ১৬ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৩২ পয়সা- মুনাফা।

জিপিএইচ ইস্পাত শেয়ারপ্রতি ১ টাকা ১৩ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ৬৯ পয়সা- মুনাফা।

আলহাজ টেক্সটাইল শেয়ারপ্রতি ৩ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ১৯ পয়সা- লোকসান।

স্কয়ার টেক্সটাইল শেয়ারপ্রতি ২ টাকা ৩ পয়সা মুনাফা করেছে, আগের বছর ছিল ২২ পয়সা- মুনাফা।