সূচক বেড়ে সপ্তাহ শেষ

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2021, 12:42 PM
Updated : 11 Nov 2021, 12:42 PM

বৃহস্পতিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৭৫ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ বেড়ে ৬ হাজার ৯৯৫ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করছে।

সব মিলিয়ে সপ্তাহ শেষে ৮৯ দশমিক ২১ পয়েন্ট সূচক বেড়েছে ঢাকার পুঁজিবাজারে। এর আগের চার সপ্তাহে ৪৩৬ পয়েন্ট সূচক কমেছিল।

বৃহস্পতিবার এই বাজারে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় ২২ দশমিক ৭৪ শতাংশ বা ৩৪২ কোটি ৪৫ লাখ টাকা বেড়েছে।

ঢাকায় এদিন একহাজার ৫০৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ১৬৩ কোটি ৭৯ লাখ টাকা।

ডিএসইতে হাতবদল হওয়া ৩৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৫৬ শতাংশ কোম্পানির দাম কমেছে। বিপরীতে ৩১ শতাংশের দাম বেড়েছে; অপরিবর্তিত রয়েছে ১৩ শতাংশের দাম।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭৭ দশমিক ৫৮ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২০ দশমিক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৮০ দশমিক ৯৭ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০

বেক্সিমকো, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, আইএফআইসি, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, আলিফ ম্যানুফ্যাকচারিং, সাইফ পাওয়ারটেক, লাফার্জ হোলসিম বাংলাদেশ, ডেল্টা লাইফ ইন্সুরেন্স এবং মালেক স্পিনিং। 

দর বৃদ্ধিতে শীর্ষ ১০

ব্র্যাক ব্যাংক, সেনা কল্যান ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক্স, জেনেক্স ইনফোসিস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, স্যালভো ক্যামিকল, জেমিনী সী ফুড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ও তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স।

দরপতনে শীর্ষ ১০

আলিফ ম্যানুফেকচারিং, গোল্ডেন সন, হামিদ ফেব্রিক্স, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিল, আইসিবি, তুং হাই নিটিং, ডেল্টা স্পিনার্স, মুন্নু ফেব্রিক্স, ন্যাশনাল হাউজিং ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচক এবং লেনদেন বেড়েছে । 

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৬৩ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৪৯৭ দশমিক ২৪ পয়েন্টে।

বৃহস্পতিবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৩৩ দশমিক ৫৬ শতাংশ বা ১১ কোটি ৫১ লাখ টাকা বেড়েছে।

এদিন মোট ৪৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩৪ কোটি ৩০ লাখ টাকা।

সিএসইতে ২৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।