দুই দিনে ডিএসইতে সূচক কমেছে দেড় শতাংশ

দিনের প্রথমভাগে বাড়লেও শেষ ভাগে এসে কমছে সূচক। বেশ কিছু দিন থেকেই দেখা গেছে এমন প্রবণতা, যা থেকে বাদ যায়নি সপ্তাহের দ্বিতীয় দিন সোমবারও।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2021, 12:59 PM
Updated : 8 Nov 2021, 12:59 PM

এদিনও একই ধারায় সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারে। এর প্রভাবে অনেক শেয়ারের দাম সাম্প্রতিক কয়েক মাসের মধ্যে একেবারে কমে গেছে।

শুধু শেয়ারদর বা সূচক কমা নয়, লেনদেনও কমে গেছে উল্লেখযোগ্যহারে। এক মাস আগেও ডিএসইতে নিয়মিত লেনদেন দুই হাজার কোটি টাকার কাছাকাছি হতো, যা এখন অর্ধেকে নেমেছে।

সোমবার প্রথম আধাঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের থেকে ১০ পয়েন্ট কমলেও পরে বাড়তে শুরু করে। দিনের মধ্যভাগ পর্যন্ত ৩০ পয়েন্ট বেড়ে লেনদেন হয়। এরপরই সূচক আবার কমতে থাকে।

এক পর্যায়ে শেয়ার বিক্রির পরিমাণ বাড়তে থাকলে সূচক দ্রুত নেমে যায়। দিন শেষে ডিএসইএক্স আগের দিন থেকে ৫৬ দশমিক ২৪ পয়েন্ট বা দশমিক ৮২ শতাংশ কমে ৬ হাজার ৭৯৯ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করছে।

রবি ও সোমবার এ নিয়ে দুই দিনে সূচক ১০৭ পয়েন্ট বা ১ দশমিক ৫৫ শতাংশ কমে ঢাকার পুঁজিবাজারে।

সোমবারসহ গত সাত কার্যদিবসের মধ্যে ছয় দিনই নিম্নমুখী ছিল ডিএসই সূচক, কমেছে পৌনে চার শতাংশ।

গত ২৮ অক্টোবর সূচক ছিল ৭ হাজার ৬২ দশমিক ৩৬ পয়েন্টে। সোমবার যা নেমেছে ৬ হাজার ৭৯৯ দশমিক ৬৪ পয়েন্টে।

দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও বড়পতন হয়েছে। প্রধান সূচক সিএএসপিআই ২১০ দশমিক শূন্য ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৮৬৮ দশমিক শূন্য ৫ পয়েন্টে।

ঢাকায় এদিন লেনদেন আগের দিনের তুলনায় ৬ দশমিক ১৫ শতাংশ বা ৭০ কোটি ৪২ লাখ টাকা কমে এক হাজার ৭৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের কর্মদিবসে যা ছিল এক হাজার ১৪৫ কোটি ৫৬ লাখ টাকা।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৫টির ও কমেছে ২৯৫টির। অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩৭ দশমিক ৪৩ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১৫ দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৮৩ দশমিক ৬৯ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

বেক্সিমকো লিঃ,  জেনেক্স ইনফোসিস, এনআরবিসি, অরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা, বিএটিবিসি, লাফার্জহোলসিম ও মালেক স্পিনিং।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি কোম্পানি

সেনাকল্যাণ ইন্স্যুরেন্স, গোল্ডেনসন, সাফকো স্পিনিং, আমরা নেট, অরিয়ন ফার্মা, ই জেনারেশন, বেঙ্গল উইন্সডোর, বিকন ফার্মা, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ও জেনেক্স ইনফোসিস।

বেশি দর হারানো ১০টি কোম্পানি

আলিফ ইন্ডাস্ট্রিজ, ফার্মা এইড, শেয়ার্ড ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিকস, পেপার প্রসেসিং, ন্যাশনাল ফিডস, মুন্নু ফেব্রিকস, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস ও জনতা ইন্স্যুরেন্স।

এদিন সিএসইতে ২৮৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

সোমবার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ২৭ দশমিক ৯৭ শতাংশ বা ৭ কোটি ৬০ লাখ টাকা বেড়েছে।

মোট ৩৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৭ কোটি ১৬ লাখ টাকা।

>>>>>>