আবার ৭ হাজারের নিচে ডিএসই সূচক

সাত দিনের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই এর প্রধান সূচক ডিএসইএক্স আবার সাত হাজার পয়েন্টের নিচে নেমে গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2021, 12:51 PM
Updated : 1 Nov 2021, 12:51 PM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার সূচকটি প্রায় তিন পয়েন্ট কমে ৬ হাজার ৯৯৮ পয়েন্টে নেমেছে।

আগের দিনের বড় পতনের পর এদিন দিনের বড় অংশজুড়ে সূচক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা সফল হয়নি।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, শুরুতে সূচক বেড়ে লেনদেন হলেও মাঝেমধ্যেই তা আগের দিনের চেয়ে যেমন নিচে নেমেছে, তেমনি ঊর্ধ্বমুখীও হয়েছে। শেষ পর্যন্ত সূচক সামান্য কমে দিন শেষ হয়েছে।

এদিন ডিএসইতে সামান্য কমলেও সূচক বেড়েছে সিএসইতে। দেশের দ্বিতীয় এ পুঁজিবাজারের প্রধান সূচক সিএএসপিআই ৫৮ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫৩৯ দশমিক শূন্য ৫ পয়েন্টে।

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গত ৫ সেপ্টেম্বর প্রথমবার ৭ হাজার পয়েন্ট ছাড়ায়। এরপর টানা দুই মাস এ মাইলফলকের উপরেই ছিল সূচক। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া টানা পতনের মধ্যে ২৫ অক্টোবর ১২০ পয়েন্ট কমলে তা ৭ হাজার পয়েন্টের নিচে নেমে যায়।

এর পরদিনই আবার ১২০ পয়েন্ট বেড়ে সূচক সাত পয়েন্ট ছাড়িয়ে যায়। পরের দুই কার্যদিবসেও সূচক বেড়েছিল। তবে চলতি সপ্তাহের প্রথম দুই দিনের পতনে তা আবার নিচে নেমে গেল।

দিন শেষে ডিএসইএক্স আগের দিন থেকে ২ দশমিক ৯১ পয়েন্ট বা দশমিক শূন্য ৪ শতাংশ কমে ৬ হাজার ৯৯৮ পয়েন্টে অবস্থান করছে।

সোমবার ঢাকায় সূচকের সঙ্গে লেনদেনও আগের দিনের তুলনায় ২২ দশমিক শূন্য ৯ শতাংশ বা ৩৬১ কোটি ৬৩ লাখ টাকা কমেছে।

মোট ১ হাজার ২৭৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিন ছিল ১ হাজার ৬৩৭ কোটি টাকা।

এদিন ৫৫ শতাংশ কোম্পানির দাম কমেছে। এর বিপরীতে ৩৫ শতাংশের দাম বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে ১০ শতাংশ কোম্পানির শেয়ারের দাম।

এ বাজারে লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩৩টির এবং কমেছে ২০৫টির। অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭৪ দশমিক ৪৭ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৫ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬২৫ দশমিক ৭০ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, ডেল্টা লাইফ, সাইফ পাওয়ারটেক, মালেক স্পিনিং, বেক্সিমকো ফার্মা, জেনেক্স ইনফোসিস ও আলিফ ম্যানুফ্যাকচারিং।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি

মোজাফফর হোসেন স্পিনিং, আলহাজ টেক্সটাইল, হামিদ ফেব্রিক্স, লিগ্যাসি ফুটওয়্যার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সাফকো স্পিনিং, আইটি কনসালটেন্টস, ফার কেমিক্যাল, দেশবন্ধু পলিমার ও ফরচুন সুজ।

বেশি দর হারানো ১০টি কোম্পানি

মাইডাস ফাইন্যান্স, ফারইস্ট লাইফ, এএফসি এগ্রো, মেঘনা পেট, লুব-রেফ,  রহিম টেক্সটাইল, আইসিবি এএমসিএল সেকেন্ড মিঃ ফাঃ, কনফিডেন্স সিমেন্ট, ফু ওয়াং সিরামিক ও বে লিজিং

এদিন চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইতে ২৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।এ বাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে। 

সোমবার এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ২৩ দশমিক ৭৭ শতাংশ বা ১৩ কোটি ৪৪ লাখ টাকা কমেছে।

মোট ৪৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫৬ কোটি ৫৫ লাখ টাকা।