১‌৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩টি কোম্পানির পরিচালনা পর্ষদ হিসাব বছর শেষে চূড়ান্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2021, 01:55 PM
Updated : 24 Oct 2021, 01:55 PM

এর বাইরে আরেকটি কোম্পানি ছয় মাসের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণার তথ্য প্রকাশ করা হয়েছে।

এগুলোর মধ্যে বেক্সিমকো লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বেক্সিমকো ফার্মার পর্ষদও ৩৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে।

এ গ্রুপের আরেক কোম্পানি সাইনপুকুর সিরামিক ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্কয়ার গ্রুপের দুই কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর্ষদ ৬০ শতাংশ নগদ এবং স্কয়ার টেক্সটাইল ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

বিবিএস ক্যাবলস ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল পলিমার ইন্ড্রাস্ট্রিজ ১০ শতাংশ নগদ, আনলিমা ইয়ার্ন ২ শতাংশ নগদ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি ৩৭ শতাংশ নগদ, রেনেটা ফার্মাসিউটিক্যালস ১৪৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

বিএসআরএম গ্রুপের দুই কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড ৪০ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ (এর আগে ছয় মাসে ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল) এবং বিএসআরএম স্টিল ৩০ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ (এর আগে ছয় মাসে ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল) ঘোষণা করেছে।

অপরদিকে মারিকো বাংলাদেশ প্রথম ৬ মাসে বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে।