মুনাফা কমেছে ওয়াটা কেমিকেলের, এনসিসি ব্যাংকের বেড়েছে

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াটা কেমিকেল এবং এনসিসি ব্যাংক তাদের তৃতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2021, 09:43 AM
Updated : 21 Oct 2021, 09:43 AM

এর মধ্যে ওয়াটা কেমিকেলের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে; আর এনসিসি ব্যাংকের বেড়েছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

ওয়াটা কেমিকেল

ওয়াটা কেমিকেল জানিয়েছে তারা জানুয়ারি-মার্চ তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি ৬৮ পয়সা মুনাফা করেছে, যা আগের বছরের এই সময়ে ২ টাকা ৪ পয়সা ছিল।

অর্থবছরের নয় মাসে ওয়াটা কেমিকেলের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৪ টাকা ৭৯ পয়সা, যা আগের বছরে এই সময় ৮ টাকা ৬৪ পয়সা ছিল।

মুনাফা অর্ধেকে নামার কারণ হিসেবে করোনাভাইরাস মহামারীর কথা বলেছে ওয়াটা কেমিকেল।

এনসিসি ব্যাংক

এনসিসি ব্যাংক জানিয়েছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ার প্রতি ৭১ পয়সা মুনাফা করেছে, যা আগের বছরে এই সময় ৫৬ পয়সা ছিল।

অর্থবছরের নয় মাসে এনসিসি ব্যাংক শেয়ার প্রতি মুনাফা হয়েছে ২ টাকা ৪ পয়সা, যা আগের বছরে এই সময় ১ টাকা ৬৫ পয়সা ছিল।