সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন সূচক কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2021, 11:39 AM
Updated : 12 Oct 2021, 11:39 AM

মঙ্গলবার দিন শেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩১ দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ কমে ৭ হাজার ৩১৩ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার সূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। আগের দিনের চেয়ে দশমিক ৮২ শতাংশ বা ১৫ কোটি ২৩ লাখ টাকার বেশি শেয়ার হাতবদল হয়েছে।

এদিন ঢাকায় ১ হাজার ৮৬৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৮৪৮ কোটি ৫৮ লাখ টাকা।

এই সপ্তাহের তিন দিনেই ২ হাজার কোটি টাকার নিচে হয়েছে লেনদেন।

মঙ্গলবার ডিএসইতে ৬৫ শতাংশ কোম্পানির দাম কেমছে। এর বিপরীতে ২৫ শতাংশের দাম বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে ১০ শতাংশ কোম্পানির শেয়ারের দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির এবং কমেছে ২৪৪টির। অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক  ৫ দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৯১ দশমিক শূণ্য ৪ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৭ দশমিক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৪৯ দশমিক ৮৮ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

লাফার্জহোলসিম বাংলাদেশ, অরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, পাওয়ার গ্রীড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, সাইফ পাওয়ার, বেক্সিমকো, বিএটিবিসি ও জিপিএইচ ইস্পাত।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০ কোম্পানি

এনআরবিসি ব্যাংক, কাট্টালী টেক্সটাইল, দেশবন্ধু পলিমার, জিবিবি পাওয়ার, ইনটেক, এডভেন্ট ফার্মা, সাউথ বাংলা ব্যাংক, ন্যাশনাল হাউজিং ও ইস্টার্ন লুব্রিক্যান্টস। 

সবচেয়ে বেশি দর হারানো ১০ কোম্পানি

তমিজুদ্দীন টেক্সটাইল, এনভয় টেক্সটাইল, তাল্লু স্পিনিং, আলিফ ম্যানুফেকচারিং, ম্যাকসন্স স্পিনিং, এম্বী ফার্মা, সাইফ পাওয়ার, মতিন স্পিনিং, সী পার্লবীচ ও তৌফিকা ফুড।

মঙ্গলবার চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে। 

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১২৮ দশমিক শূন্য ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ৩৬০ দশমিক ৮৪ পয়েন্টে।

মঙ্গলবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১২ দশমিক ৮১ শতাংশ বা ৯ কোটি ২৬ লাখ টাকা কমেছে।

এদিন মোট ৬৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৭২ কোটি ৩৩ লাখ টাকা।

সিএসইতে ৩০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর।