এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার দুদিনের মধ্যে সার্কুলার দিল কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জটি জানায়, প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা সাইফুর রহমানকে নতুন এ দায়িত্ব দেওয়া হয়েছে৷
সাইফুর ডিএসইতে প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে ২০২০ সালের জানুয়ারিতে যোগ দেন।
এর আগে তিনি করপোরেট ও আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান করপোরেট সাপোর্ট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন৷
এছাড়া তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।