ঊর্ধ্বমুখী সূচক নিয়ে সপ্তাহ শেষ পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সূচক ও লেনদেন দুটোই বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2021, 01:14 PM
Updated : 30 Sept 2021, 01:14 PM

ঢাকার স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বৃহস্পতিবার দিন শেষ করেছে ৭ হাজার ৩২৯ পয়েন্ট নিয়ে, যা আগের দিনের চেয়ে ২৬ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ৩৬ শতাংশ বেশি।

২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স গণনা শুরুর পর বৃহস্পতিবার তা সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১০ দশমিক ২৬ শতাংশ বা ২৩২ কোটি ৮৪ লাখ টাকা বেড়েছে।

ডিএসইতে এদিন ২ হাজার ৫০২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ২ হাজার ২৬৯ কোটি ৪৬ লাখ টাকা ছিল।

গেল সপ্তাহ জুড়েই এ বাজারে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমার প্রবণতা দেখা গেছে। বৃহস্পতিবারও ৪৬ শতাংশ কোম্পানির দাম কমছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে ১৬৫টির দর বেড়েছে, ১৭১টির কমেছে এবং ১০টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯২ দশমিক ১০ পয়েন্ট হয়েছে। আর ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭১০ দশমিক ৫৩ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি: লাফার্জহোলসিম বাংলাদেশ, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ,  বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, লংকাবাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ারটেক, বিবিএস ক্যাবলস, বারাকা পতেঙ্গা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার কোম্পানি| 

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০ কোম্পানি: সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, প্রিমিয়ার সিমেন্ট মিলস, বারাকা পতেঙ্গা পাওয়ার, অগ্নি সিস্টেমস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, তৌফিকা ফুডস, দি একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ ল্যাম্পস, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ |

সবচেয়ে বেশি দর হারানো ১০ কোম্পানি: ইস্টার্ন ইনস্যুরেন্স কোম্পানি, দেশ গার্মেন্টস, ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার, পাইওনিয়ার ইনস্যুরেন্স কোম্পানি, জিবিবি পাওয়ার, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, শ্যামপুর সুগার মিলস, সায়হাম টেক্সটাইল মিলস, জিল বাংলা সুগার মিলস।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই এদিন ৫৩ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৩৭৭ দশমিক শূন্য ৭ পয়েন্ট হয়েছে।

বৃহস্পতিবার সিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় ৩৪ দশমিক ৫৮ শতাংশ বা ৩১ কোটি ৬০ লাখ টাকা বেড়েছে।

এদিন মোট ১২২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ৯১ কোটি ৩৮ লাখ টাকা ছিল।

সিএসইতে ৩১৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৪১টির দর বেড়েছে, ১৪৯টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।