সূচক বাড়লেও দাম কমেছে বেশিরভাগ শেয়ারের

পুঁজিবাজারে দিনের একেবারে শুরুতেই সূচক বাড়ছে অনেকটা। সূচক বাড়ার এ সুযোগে অনেকেই মুনাফা তুলে নিচ্ছেন ঝটপট। এরপর বাকিটা সময়ে বেশিরভাগ শেয়ারের দাম কমতে দেখা যায়। গত কয়েক দিন ধরেই চলছে এমন প্রবণতা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2021, 12:40 PM
Updated : 27 Sept 2021, 01:27 PM

পর্যবেক্ষণে দেখা গেছে, এই ধারায় দিন শেষে সূচক কমছে কিংবা সামান্য বাড়লেও অধিকাংশের শেয়ারদর থাকছে নিম্নমুখী।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও এমন প্রবণতা দেখা গেছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দিন শেষে ২০২ কোম্পানির শেয়ারদর হারানোর বিপরীতে দাম বেড়েছে ১৪১টির।

এ বাজারে মোট লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে অপরিবর্তিত ছিল ৩৩টির দর।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইতে সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে। 

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ২১ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ১৪৮ দশমিক ৩০ পয়েন্টে।

ডিএসইতে আগের দিনের পতনের ধারা কাটিয়ে সোমবার দিনের একেবারে শুরু থেকে ঊর্ধ্বমুখী ছিল বেশিরভাগ শেয়ারের দাম। এতে সূচকও বাড়তে থাকে। প্রথম দেড় ঘন্টায় প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৪৫ পয়েন্ট বেড়ে যায়।

এরপর শেয়ার বিক্রির পরিমাণ বাড়তে থাকলে সূচক কমতে থাকে। দিন শেষে ডিএসইএক্স আগের দিন থেকে ১৪ দশমিক ৫৭ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ বেড়ে ৭ হাজার ২৫১ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন এ বাজারে লেনদেনও আগের দিনের তুলনায় ১২ দশমিক ২৫ শতাংশ বা ২৭৬ কোটি ৪২ লাখ টাকা কমে দুই হাজার কোটির নিচে নেমেছে।

ঢাকায় মোট ১ হাজার ৯৮০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ২ হাজার ২৫৭ কোটি ২৯ লাখ টাকা।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৭৮ দশমিক ৭৭ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১০ দশমিক ৬৩ পয়েন্ট কেম অবস্থান করছে ২ হাজার ৬৭৬ দশমিক ২৪ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ পাঁচটি কোম্পানি

লাফার্জ, ওরিয়ন ফার্মা, জিপিএইচ ইস্পাত, বেক্সিমকো লি., সাইফ পাওয়ার, এসএস স্টিল, বেক্সফার্মা, পিটিএল, এসপিসিএল, অ্যাকটিভফাইন, বিবিএস কেবলস, ডেল্টালাইফ, বিএটিবিসি, আইপিডিসি, ম্যাকসন, লংকাবাংলা, স্কয়ারফার্মা, ইএইচএল, আইএফসি ও জেনেক্সেল।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি কোম্পানি

ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফুওয়াং সিরামিকস, খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, মতিন স্পিনিং, প্রাইমফিন্যান্স, অ্যাকটিভ ফাইন, সাইফপাওয়ার, ওয়েস্টার্ন মেরিন ও মেঘনা সিমেন্ট।

সবচেয়ে বেশি দর হারানো ১০টি কোম্পানি

দেশ গার্মেন্টস, মেঘনা কনডেন্সড মিল্ক, জুট স্পিনার্স, ইভেন্স টেক্সটাইল, লিবরা ইনফিউশন, দুলামিয়া কটন, মনস্পুল পেপার, মিথুন নিটিং, শাহজীবাজার পাওয়ার, নর্দান ইন্স্যুরেন্স।

সোমবার সিএসইতে  ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১৬ দশমিক ৭০ শতাংশ বা ১৫ কোটি ৯০ লাখ টাকা বেড়ে ৭৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিন যা ছিল ৯৫ কোটি ২৪ লাখ টাকা।