ডিএসইতে ১০ কোম্পানির দখলে লেনদেনের ২৬%

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই এর গত সপ্তাহের লেনদেনের ২৬ শতাংশের বেশি দখল করেছে ১০ কোম্পানির শেয়ার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2021, 03:24 PM
Updated : 25 Sept 2021, 03:24 PM

গত ১৬ সেপ্টেম্বর শেষ হওয়া আগের সপ্তাহের তুলনায় প্রায় ১৩ শতাংশ কমে ২৩ সেপ্টেম্বর শেষ হওয়া গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯ হাজার ৭০৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এর মধ্যে ১০ কোম্পানির শেয়ারই হাতবদল হয়েছে ২ হাজার ৫৪৮ কোটি টাকা; যার মধ্যে শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড।

এরপরে রয়েছে- বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম বাংলাদেশ, আলিফ, সাইফ পাওয়ার, ম্যাকসন্স স্পিনিং, ডেলটা লাইফ ও প্যারামাউন্ট টেক্সটাইল।

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের তুলনায় ২২ দশমিক ২৯ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ কমে ৭ হাজার ২২৮ পয়েন্টে অবস্থান করছে। এর আগের সপ্তাহেও সূচক কমেছিল ৩০ পয়েন্ট।

সূচক ও লেনদেন কমার বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন- বিএমবিএ এর মহাসচিব রিয়াদ মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিনিয়োগকারীদের কারও কারও অনেক মুনাফা হয়েছিল। মুনাফা তুলে নিয়েছে।

“অনেকেই শেয়ার বিক্রি করে দিয়েছে। শেয়ার বিক্রি করে দিলেও সবাই আবার শেয়ার কেনেনি। অপেক্ষা করছে। সামনে বিভিন্ন ঘোষণা আছে। কোম্পানিগুলো কী রকম ফলাফল করেছে, সেগুলো দেখে হয়ত আবার বিনিয়োগ করবে।”

ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ১৯৮টির, আর দর বদলায়নি ১৮টির।

খাতওয়ারি লেনদেনে দেখা গেছে, আগের কয়েকদিনের ধারাবাহিকতায় গত সপ্তাহে ঢাকার বাজারে নেনদেনে শীর্ষস্থান ধরে রেখেছে বস্ত্র খাত। মোট লেনদেনে ১৪ শতাংশই হয়ে এ খাতে।

সপ্তাহজুড়ে দর বৃদ্ধির শীর্ষে- প্যাসিফিক ডেনিমস, ইস্টার্ন ইন্স্যুরেন্স, আলিফ, বিএনআইসিএল, কেডিএস, মাকসন্স স্পিনিং, ইটিএল, কেটিএল, আমরা টেকনোলজিস ও রূপালী ইন্স্যুরেন্স ।   

দর কমার শীর্ষে- মনস্পুল পেপার, পেপার প্রসেসিং, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলাইর লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ডমিনেজ ও ইবনে সিনা।