পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ বাড়ল

ঋণ জালিয়াতি, অনিয়ম-দুর্নীতিতে ডুবতে বসা পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2021, 02:44 PM
Updated : 23 Sept 2021, 02:44 PM
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

এর আগে সর্বশেষ ঘোষণায় আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের সিদ্ধান্ত ছিল। সেই বন্ধের মেয়াদ এখন আরও ১৫ দিন বাড়ল।

২০১৯ সালের জুলাই মাস থেকেই পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ারের লেনদেন বন্ধ রয়েছে।

আর্থিক দুর্দশার কারণে ২০১৯ সালের জুলাই মাসে পিপলস লিজিং অসবায়নের সিদ্ধান্ত হওয়ার পর থেকে পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ।

পি কে হালদারের অর্থ কেলেঙ্কারিতে পিপলস লিজিংয়ের নামও আসে।

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার) নানা কৌশলে নামে-বেনামে অসংখ্য কোম্পানি খুলে শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কেনেন এবং ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে নিজের আত্মীয়, বন্ধু ও সাবেক সহকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে পর্ষদে বসিয়ে চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন। ওই চার কোম্পানির মধ্যে পিপলস লিজিংও একটি।

পরে হাই কোর্ট পিপলস লিজিংকে অবসায়নের পরিবর্তে পুনরুজ্জীবিত করতে ১০ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করে দেয়।