নতুন বিনিয়োগের ঘোষণা আরডি ফুডের

নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরডি ফুড, এর ফলে কোম্পানিটির আয় বছরে ১৮ শতাংশ বাড়বে বলে তাদের আশা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2021, 12:44 PM
Updated : 23 Sept 2021, 12:44 PM
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে খাদ্য খাতের কোম্পানি রংপুর ডেইরি (আরডি) ফুড এক ঘোষণায় নতুন বিনিয়োগের কথা জানায়।

আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে কোম্পানিটি চারটি নতুন পণ্য বাজারে নিয়ে আসছে। এছাড়া ১২টি নতুন পণ্য নিয়ে আরেকটি ব্র্যান্ডের সুচনা করবে তারা।

নতুন বিনিয়োগের ঘোষণায় কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, ৭ কোটি টাকার নতুন বিনিয়োগ করা হবে। এর অর্ধেক অর্থায়ন আসবে ব্যাংক থেকে, বাকিটা নিজস্ব অর্থায়ন।

কোম্পানিটি আশা করছে, নতুন বিনিয়োগের ফলে কোম্পানির বার্ষিক আয় বেড়ে ১১ কোটি টাকা হবে, যা বর্তমানের থেকে ১৫ থেকে ১৮ শতাংশ বেশি।

নতুন এই বিনিয়োগের ফলে কোম্পানিটির মুনাফা ১২ থেকে ১৫ শতাংশ বাড়বে বলেও আরডি ফুডের আশা।

আরডি ফুড বর্তমানে ইউএইচটি, চকোলেট, আম, স্ট্রবেরি ও কলার দুধ এবং ঘিসহ ছয়টি ডেইরি পণ্য প্রস্তুত করে।

ডেইরি ছাড়াও ক্যান্ডি বিস্কুট, চানাচুর সেমাই, নুডলস, জেলি, ডাল ভাজাসহ আরও ১০ ধরনের পণ্য বানাচ্ছে কোম্পানিটি।

২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া আরডি ফুডের পরিশোধিত মূলধন ৭৩ কোটি টাকা। বিনিয়োগের ঘোষণার দিন কোম্পানিটির শেয়ার দর ২ শতাংশ বেড়ে ৫৪ টাকা ৭০ পয়সায় লেনদেন শেষ হয়।

গত ডিসেম্বরে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য ১২ টাকার ঘরে ছিল। এরপর দরবৃদ্ধির টানা ঊর্ধ্বগতির ধারা অব্যাহত রয়েছে।

২০১৫-১৬ অর্থবছরে কোম্পানিটি ৫ কোটি টাকা নিট মুনাফা করেছিল। কিন্তু এরপরের বছরগুলোতে মুনাফা কমে আসে। ২০১৯-২০ অর্থবছরে কোম্পানিটির মুনাফা দাঁড়ায় ২ কোটি ২১ লাখ টাকা।

এবছর বিনিয়োগকারীদের মাত্র ২ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ায় পুঁজিবাজারে আরডি ফুডের শেয়ার ‘বি’ ক্যাটগরিতে লেনদেন হচ্ছে।

সর্বশেষ ২০২০-২১ অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) আরডি ফুড মুনাফা দেখিয়েছে ৩ কোটি ৮৫ লাখ টাকা।