ডিএসইর সূচকে নতুন রেকর্ড

সপ্তাহের তৃতীয় দিনের লেনদেনে সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2021, 01:06 PM
Updated : 7 Sept 2021, 01:06 PM

মঙ্গলবার দিনের লেনদেনে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সর্বোচ্চ ৮০ পয়েন্ট পযন্ত বাড়ে।

তবে দিন শেষে ডিএসইএক্স আগের দিন থেকে ৬৫ দশমিক ৩৮ পয়েন্ট বা দশমিক ৯২ শতাংশ বেড়ে ৭ হাজার ১৪০ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করছে।

২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স গণনা শুরুর পর মঙ্গলবার তা সর্বোচ্চ অবস্থানে ছিল।

সূচকের মতো মঙ্গলবার ডিএসইর বাজার মূলধন বেড়ে ৫ লাখ ৮০ হাজার ৫ কোটি ২৮ লাখ টাকা হয়েছে, যা এযাবত সবচেয়ে বেশি।

মঙ্গলবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১ দশমিক ২২ শতাংশ বা ৩৫ কোটি ৩৬ লাখ টাকা কমেছে।

ঢাকায় এদিন ২ হাজার ৮৬৬ কোটি১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ২ হাজার ৯০১ কোটি ৫৩ লাখ টাকা।

মঙ্গলবার বাংলাদেশের প্রধান পুঁজিবাজারে ৪৭ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। 

এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টির এবং কমেছে ১৬৭টির। অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৫১ দশমিক ৮১ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৩৭ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৮৩ দশমিক ৯৪ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

বেক্সিমকো লিঃ, বিএটিবিসি, সামিট পাওয়ার, সাইফ পাওয়ার, লাফার্জহোলসিম বাংলাদেশ, অরিয়ন ফার্মা, বিএসসিসিএল, স্কয়ার ফার্মা, বিবিএস ক্যাবলস ও ডোরিন পাওয়ার।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি কোম্পানি

সমতা লেদার, খুলনা পাওয়ার, ডোমিনেজ স্টীল, এফএএস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, এনভয় টেক্সটাইল, বিএসসিসিএল, প্রিমিয়ার লিজিং, আইসিবি এএমসিএল সেকেন্ড মিঃ ফা ও বাটা সুজ।

সবচেয়ে বেশি দর হারানো ১০টি কোম্পানি

আইসিবি থার্ড এনআরবি মিঃ ফাঃ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মিঃ ফাঃ, ডোরিন পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ, কে এন্ড কিউ, রংপুর ফাউন্ড্রি, আইসিবি এমপ্লোয়ীজ প্রভিডেন্ট মিঃ ফাঃ১: স্কীম১, শ্যামপুর সুগার, বেক্সিমকো লিঃ ও মুন্নু ফেব্রিকস।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক এবং লেনেদেন বেড়েছে। 

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৩৪ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৭৯৭ দশমিক ১৮ পয়েন্টে।

মঙ্গলবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১৮ দশমিক ৯১ শতাংশ বা ১৬ কোটি ৫৭ লাখ টাকা কমেছে।

মোট ১০৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৮৭ কোটি ৫৯ লাখ টাকা।

সিএসইতে ৩২৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।