প্রথমবার ৭ হাজার ছাড়াল ডিএসই সূচক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রথমবারের মত সাত হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়ে গেল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2021, 07:13 AM
Updated : 5 Sept 2021, 07:13 AM

সূচকের ঘরে ৬ হাজার ৯৮১ দশমিক শূন্য ৬ পয়েন্ট দিয়ে গত সপ্তাহের শেষদিন বৃহস্পতিবারের লেনদেন শেষ হয়েছিল ঢাকার পুঁজিবাজারে।

নতুন সপ্তাহের প্রথম দিন রোববার সকাল ১০টায় লেনদেনের শুরুতেই সূচক পৌঁছে যায় সাত হাজার পয়েন্টে। ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকায় বেলা সাড়ে ১২টায় সূচক ছিল সাত হাজার ৫৭ পয়েন্টের ঘরে, যা আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট বা ১.০৯ শতাংশ বেশি।    

ঢাকা স্টক এক্সচেঞ্জের এই ডিএসইএক্স সূচক চালু হয়েছিল ২০১৩ সালের ২৭ জানুয়ারি। এরপর এই প্রথম তা সাত হাজারের ঘরে পৌঁছাল।

গত ৩০ মে ডিএসইএক্স ৬০০০ পয়েন্টের ঘর ছাড়িয়ে আরও এগিয়ে যেতে থাকে। সেই হিসাবে তিন মাসে এ সূচকে যোগ হল আরও এক হাজার পয়েন্ট।

বেলা সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানির  শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ২৪৪টিরই দাম বেড়েছে। ৯৪টির দাম কমেছে, আর ৩৭টির দাম অপরিবর্তিত ছিল।

আড়াই ঘণ্টায় লেনদেন হয়েছে ১ হাজার ৭১২ কোটি টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার পুরো সময়ে ২ হাজার ৪৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল এ বাজারে।

বেলা সাড়ে ১২টায় ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৯ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ১ হাজার ৫২৮ পয়েন্টে।

আর ডিএস৩০ সূচক ৩৫ পয়েন্ট বা ১ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ২ হাজার ৫৩২ পয়েন্টে অবস্থান করছিল।