সপ্তাহান্তে ঊর্ধ্বমুখী সূচক পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিনের লেনদেনে সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2021, 01:56 PM
Updated : 2 Sept 2021, 01:56 PM

বৃহস্পতিবার লেনদেনের শুরুর ১০ মিনিটের মধ্যে ডিএসই সূচক আগের দিন থেকে ৩৮ পয়েন্ট বেড়ে যায়। লেনদেন শেষ হওয়ার আগে আগের দিনের তুলনায় ৭৫ পয়েন্ট বেড়ে যায়। 

তবে দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৬৪ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক ৯৪ শতাংশ বেড়ে ৬ হাজার ৯৮১ দশমিক শূন্য ৬ পয়েন্টে অবস্থান করছে।

২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স গণনা শুরুর পর বৃহস্পতিবার তা সর্বোচ্চ অবস্থানে ছিল।

সূচকের মত বৃহস্পতিবার ডিএসইর বাজার মূলধন বেড়ে ৫ লাখ ৬৩ হাজার ৭১৫ কোটি ৬৪ লাখ টাকা হয়েছে, যা এযাবৎ সবচেয়ে বেশি।

বৃহস্পতিবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৪ দশমিক ৫৬ শতাংশ বা ১০৭ কোটি ৯৪ লাখ টাকা বেড়েছে।

ঢাকায় এদিন ২ হাজার ৪৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ২ হাজার ৩৬৬ কোটি ৩৬ লাখ টাকা।

বৃহস্পতিবার বাংলাদেশের প্রধান পুঁজিবাজারে ৬৪ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

বৃহস্পতিবার এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২৩৭টির এবং কমেছে ১০৫টির। অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫০৮ দশমিক ৬৭ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২০ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৯৬ দশমিক ৮৪ পয়েন্টে।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক বেড়েছে। 

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৭১ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৩২৮ দশমিক ১৮ পয়েন্টে।

বৃহস্পতিবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১১ দশমিক ২৮ শতাংশ বা ১১ কোটি ২৩ লাখ টাকা কমেছে।

মোট ৮৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৯৯ কোটি ৫৩ লাখ টাকা।

সিএসইতে ৩২৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।