ডিএসইর নতুন সিআরও শওকত জাহান

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান রেগুলেটরি কর্মকর্তা (সিআরও) হিসেবে নিয়োগ পয়েছেন শওকত জাহান খান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2021, 02:39 PM
Updated : 1 Sept 2021, 02:39 PM

তিনি এরই মধ্যে কাজে যোগদান করেছেন বলে বুধবার ডিএসই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

১৯ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন তার নিয়োগে অনুমোদন দেয়।

শওকত ২২ বছর ব্যাংক কর্মকর্তা হিসাবে কাজ করেছেন৷ তিনি আর্থিক প্রসাশন, ট্রেজারি, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থাপনা এবং রিকন্সসিলেশান, বাজেটিং, ব্যবসায়িক পরিকল্পনা, বিনিয়োগ, স্ট্রেস টেস্টিং এবং কোষাগার ব্যবস্থাপনা, কর, ব্যালেন্স শিট, কোম্পানি আইন বিষয়ে দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন।

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক ও বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে কাজ করেছেন।

ডিএসইতে যোগদানের আগে তিনি রূপালী ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা ও জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন৷

শওকত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংএ মাস্টার্স এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশ থেকে আইসিএমএ ডিগ্রী অর্জন করেন৷

তাছাড়া পেশাগত জীবনে তিনি ব্যাংকিং এবং পুঁজিবাজার সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক সেমিনার/কর্মশালায় অংশগ্রহণ করেন।