শেষ ঘণ্টার বিক্রির চাপে ৩ দিন পর দরপতন

টানা তিন দিন ওঠানামার পর সূচকে ঊর্ধ্বগতি বজায় থাকলেও বুধবার তা আর হলো না; অবশেষে শেষ ঘণ্টার বিক্রির চাপে দর সংশোধন হলে দেশের দুই পুঁজিবাজারে সূচকে সামান্য পতন হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2021, 01:16 PM
Updated : 25 August 2021, 01:16 PM

সপ্তাহের চতুর্থ লেনদেনে সূচকের সঙ্গে এদিন লেনদেনও কিছুটা কমেছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৫ দশমিক ৯২ পয়েন্ট বা দশমিক শূন্য ৯ শতাংশ কমে ৬ হাজার ৮৭৮ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৭ দশমিক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৫৭ দশমিক ৫৪ পয়েন্টে।

বুধবার ডিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় ৬ দশমিক ৯৫ শতাংশ বা ১৯২ কোটি ১৩ লাখ টাকা কমে ২ হাজার ৫৭০ কোটি ৭৬ লাখ টাকা হয়েছে। আগের কর্মদিবসে শেয়ার কেনাবেচার পরিমাণ ছিল ২ হাজার ৭৬২ কোটি ৯০ লাখ টাকা।

এদিন প্রধান এই পুঁজিবাজারে ৫২ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫২টির এবং কমেছে ১৯৬টির। অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৯৩ দশমিক ২১ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৩ দশমিক ৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৫৯ দশমিক ৬৯ পয়েন্টে।

অন্যদিকে বুধবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১৫ দশমিক ৪৯ শতাংশ বা ১৮ কোটি ৩৭ লাখ টাকা কমেছে।

মোট ১০০ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১১৮ কোটি ৫৯ লাখ টাকা।

সিএসইতে ৩২৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।