৮ দিনে সাউথ বাংলার শেয়ার দর ১১২% বেড়েছে

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের শেয়ারের দর প্রথম ৮ দিনে ১১২ শতাংশ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2021, 04:41 PM
Updated : 23 August 2021, 04:42 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে কোম্পানিটির শেয়ার ২১ টাকা ২০ পয়সায় হাতবদল হয়।

সে হিসেবে লেনদেনের অষ্টম দিনে বেসরকারি ব্যাংকটির শেয়ার ১০ টাকা থেকে ১১ টাকা ২০ পয়সা বেড়ে ২১ টাকা ২০ পয়সা হয়েছে।

সোমবার ৮ হাজার ৬৯৫ বারে সাউথ বাংলা ব্যাংকের মোট ৩২ লাখ ২৬ হাজার ৫৫৪টি শেয়ার হাতবদল হয়, টাকার অঙ্কে যার দাম ৬ কোটি ৮৪ লাখ টাকা ।

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছেড়ে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা তুলেছিল ব্যাংকটি।

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত ৯ মে এসবিএসি কমার্শিয়াল ব্যাংককে আইপিওর মাধ্যমে শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন দেয়। গত ১১ অগাস্ট তাদের শেয়ার লেনদেন শুরু হয়।

এটিকে নিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৩২ হল।

এসবিএসি ব্যাংক আইপিওর মাধ্যমে তোলা অর্থ সরকারি সিকিউরটিজ ক্রয় ও আইপিও খাতে ব্যয় করবে বলে আবেদনে উল্লেখ করেছে।

ব্যাংকের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক।

ব্যাংকটির চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক তারিকুল আসলাম চৌধুরী।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তাদের মোট সম্পদের পরিমাণ ৮ হাজার ৫৫০ কোটি টাকা।

ব্যাংকটি ২০২০ সালের নয় মাসে মুনাফা করেছে ৬৪ কোটি ৫৮ লাখ টাকা।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এসবিএসি ব্যাংকের শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৩ টাকা ১৮ পয়সা এবং শেয়ারপ্রতি মুনাফা ৯৪ পয়সা।