দিনভর ওঠানামার পর সূচক বাড়ল

আগের দিনের বড় উত্থানের পর সোমবার ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন শুরু হলেও মাঝে শেয়ার বিক্রির চাপে সূচক কমে; যদিও শেষ পর্যন্ত দেশের দুই পুঁজিবাজারে ইতিবাচকভাবেই দিন শেষে হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2021, 12:58 PM
Updated : 23 August 2021, 12:58 PM

দিনের প্রথম ১৫ মিনিটেই প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-   ডিএসইতে সূচক বাড়ে ৪০ পয়েন্টের বেশি। এরপর অনেকে মুনাফা তুলে নেওয়া শুরু করলে সূচক কমতে থাকে। সকাল ১১টায় এক পর্যায়ে সূচক আগের দিনের চেয়ে নিম্নমুখী হয়ে পড়ে।

তবে এরপর শেয়ার কেনার পরিমাণ যেমন বেড়েছে, বিক্রির চাপও ছিল। এতে দিনভর সূচকের ওঠানামার মধ্য দিয়ে এগিয়েছে লেনদেন।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ২০ দশমিক ১৮ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৮৬২ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করছে।

২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স গণনা শুরুর পর এটিই সূচকের সর্বোচ্চ অবস্থান।

এদিন অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৭৫ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৯৯৬ দশমিক ৮২ পয়েন্টে।

সোমবার যথারীতি ডিএসইর বাজার মূলধনেও রেকর্ড হয়েছে। দিন শেষে প্রধান এ পুঁজিবাজারের বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৫৬ হাজার ৩৭০ কোটি ৩২ লাখ টাকায়।

এদিন এই বাজারের লেনদেনও আগের দিনের তুলনায় ২ দশমিক ৫৩ শতাংশ বা ৬৮ কোটি ৪৯ লাখ টাকা বেড়ে ২ হাজার ৭৭৪ কোটি ৮১ লাখ টাকা হয়েছে। আগের কর্মদিবসে শেয়ার কেনাবেচার পরিমাণ ছিল ২ হাজার ৭০৬ কোটি ৩২ লাখ টাকা।

সূচক ও লেনদেন বাড়লেও সপ্তাহের দ্বিতীয় দিনে ডিএসইতে ৪৯ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

এ বাজারে লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬৬টির এবং কমেছে ১৮৩টির। অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮৭ দশমিক ৩২ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৮ দশমিক শূন্য ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৫৯ দশমিক ৯৫ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

বেক্সিমকো লিঃ, পাওয়ার গ্রিড, লাফার্জহোলসিম, আইএফআইসি ব্যাংক, লংকবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, ফরচুন সুজ, রিং শাইন টেক্সটাইল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও সামিট পাওয়ার।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি কোম্পানি

পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, এসবিএসি ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সোনালী লাইফ, ফরচুন সুজ, শাহজিবাজার পাওয়ার ও ইনটেক।

সবচেয়ে বেশি দর হারানো ১০টি কোম্পানি

স্টাইল ক্রাফট, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সিভিওপিআরএল, প্রাইম টেক্সটাইল, সাইফ পাওয়ার, কর্ণফুলী ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, ফার্স্ট ফাইন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও কপারটেক ইন্ডাস্ট্রিজ।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচক ও লেনদেন বেড়েছে। এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৭৫ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৯৯৬ দশমিক ৮২ পয়েন্টে।

লেনদেন আগের দিনের তুলনায় ১ দশমিক ২৮ শতাংশ বা ১ কোটি ২৯ লাখ টাকা বেড়ে ১০১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১০০ কোটি ৯ লাখ টাকা।

সিএসইতে ৩৩০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।