সপ্তাহান্তে নিম্নগামী সূচক পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিন সূচক ও লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2021, 01:41 PM
Updated : 19 August 2021, 01:41 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১১ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ কমে ৬ হাজার ৭৬০ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করছে।

এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১০ দশমিক শতাংশ বা ২৪৬ কোটি ৬৫ লাখ টাকা কমেছে।

ঢাকার বাজারে এদিন ২ হাজার ২১৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ২ হাজার ৪৬৫ কোটি ৫৪ লাখ টাকা।

বৃহস্পতিবার বাংলাদেশের প্রধান পুঁজিবাজারে ৫১ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।      

বৃহস্পতিবার এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির এবং কমেছে ১৯১টির। অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬১ দশমিক ৩৪ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৩ দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪২৬ দশমিক ৮৩ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি: বেক্সিমকো লিঃ, লাফার্জহোলসিম বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক লিঃ, সিটি  জেনারেল ইন্স্যুরেন্স, অরিয়ন ফার্মা, জিবিবি পাওয়ার, আল-আরাফা ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং, জেনেক্স ইনফোসিস।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০ কোম্পানি: এসবিএসি ব্যাংক, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, কর্নফুলি ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, জনতা ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, আনলিমা ইয়ার্ন ডাইং ও আমান ফিড।

সবচেয়ে বেশি দর হারানো ১০ কোম্পানি: ন্যাশনাল হাউজিং, ফার্স্ট ফাইন্যান্স, জিলবাংলা সুগার, ফারইস্ট ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., ডেফোডিল কম্পিউটার, ব্যাংক এশিয়া, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মি. ফা., এমবি ফার্মাসিউটিক্যালস্।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচক ও লেনদেন কমেছে। 

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৩৩ দশমিক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৭১৩ দশমিক ২৫ পয়েন্টে।

বৃহস্পতিবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৩ দশমিক ৭১ শতাংশ বা ৩ কোটি ৪৩ লাখ টাকা কমেছে।

মোট ৮৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৯২ কোটি ৪২ লাখ টাকা।

সিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।