বিএসইসির অনুমোদন পেল সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন পেয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2021, 01:45 PM
Updated : 18 August 2021, 01:45 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির একটি সাবসিডিয়ারি।

পুজিবাজার সংশ্লিষ্ট সন্ধানী গ্রুপের আরও দুটি প্রতিষ্ঠান হলো- সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড (মার্চেন্ট ব্যাংক) ও মোনা সিকিউরিটিজ লিমিটেড (ব্রোকারেজ হাউজ)।

সন্ধানী গ্রুপের নতুন সদস্য সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্টের লাইসেন্সপ্রাপ্তির মাধ্যমে সন্ধানী গ্রুপ পুঁজিবাজারে তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি আরো সম্প্রসারিত করার সুযোগ পেল।

মীর আরিফুল ইসলাম সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন ।