সূচক বাড়লেও লেনদেন কমেছে

সপ্তাহের তৃতীয় দিনে ঢাকার পুঁজিবাজারে সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2021, 12:10 PM
Updated : 11 August 2021, 12:10 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৫ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক শূন্য ৮ শতাংশ বেড়ে ৬ হাজার ৬২৩ দশমিক ৩১ পয়েন্টে অবস্থান নিয়েছে।

ঢাকায় এদিন ২ হাজার ২১২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ২ হাজার ৮৪০ কোটি ১২ লাখ টাকা।

এদিন ৬৩ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। 

এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ২৩৬টির, অপরিবর্তিত রয়েছে ২৯টির।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৪ দশমিক শূন্য ৭ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৯৭ দশমিক ৬৬ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

বেক্সিমকো লি, আইএফআইসি ব্যাংক লি, মালেক স্পিনিং, লাফার্জহোলসিম, ইসলামিক ফাইন্যান্স, অরিয়ন ফার্মা, অ্যাপলো ইস্পাত, লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা ও জিপিএইচ ইস্পাত।

দাম বাড়ার শীর্ষ ১০টি কোম্পানি

এসবিএসি ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, কপারটেক, মালেক স্পিনিং, প্রিমিয়ার সিমেন্ট, ফু-ওয়াং সিরামিক, শাইনপুকুর সিরামিক্স ও অ্যাপলো ইস্পাত।

দাম কমার শীর্ষ ১০টি কোম্পানি

নূরানী ডাইং, আইসিবি এএমসিএল সেকেন্ড মিঃ ফাঃ, অ্যাপেক্স ফুড, বীকন ফার্মা, ফারইস্ট ফাইন্যান্স, ইসলামি ইন্স্যুরেন্স, একমী ল্যাবরেটরিজ, ওয়াল্টন হাই-টেক, এএমসিএল (প্রান) ও অ্যাপেক্স স্পিনিং।

চট্টগ্রামে কমেছে সূচক-লেনদেন

চট্টগ্রামের পুঁজিবাজারে বুধবার সূচক ও লেনদেন কমেছে। 

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৪ দশমিক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ২৭৭ দশমিক ৬২ পয়েন্টে।

বুধবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১৩ দশমিক ৭২ শতাংশ বা ১৪ কোটি ১ লাখ টাকা কমেছে।

মোট ৮৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১০২ কোটি ১৪ লাখ টাকা।

সিএসইতে ৩১৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।