ঢাকার পুঁজিবাজারে রেকর্ডময় দিন

১০ বছর পর ঢাকার পুঁজিবাজারে দিনের লেনদেন তিন হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছল, সূচকও উঠল সর্বোচ্চ অবস্থানে, মূলধনও উঠেছে রেকর্ড উচ্চতায়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2021, 10:45 AM
Updated : 9 August 2021, 10:46 AM

মহামারীর মধ্যে কোরবানির ঈদের পর থেকে পুঁজিবাজারে চাঙাভাব চলছে। তার মধ্যেই হচ্ছে একের পর এক রেকর্ড।

সোমবার স্বাভাবিক সময়ের মতো সাড়ে চার ঘণ্টার লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে ২ হাজার ৯৩৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

লেনদেনের এই পরিমাণ ১০ বছর আট মাসের মধ্যে বেশি। এর আগে এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল ২০১০ সালের ৫ ডিসেম্বর। সেদিন ৩ হাজার ২৪৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩২ দশমিক শূন্য ৬ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৬২৮ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান নিয়েছে।

২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স গণনা শুরুর পর প্রধান সূচকের এটাই সর্বোচ্চ অবস্থান।

এদিন ডিএসইর বাজার মূলধনেও রেকর্ড হয়েছে। বাজার মূলধন হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৫৩৫ কোটি ৬১ লাখ টাকা, যা এযাবৎ কালে সর্বোচ্চ।

সোমবার ঢাকার পুঁজিবাজারে ৪৮ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

লেনদেন হয়েছে ৩৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৭৩টির, অপরিবর্তিত রয়েছে ২০টির।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫২ দশমিক ১১ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৯২ দশমিক ৬২ পয়েন্টে।

সোমবার চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচক এবং লেনদেন বেড়েছে। 

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১০১ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৮৯ দশমিক ৭৮ পয়েন্টে।

সিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় ৫৭ দশমিক ৯৬ শতাংশ বা ৪৭ কোটি ৪ লাখ টাকা বেড়েছে।

মোট ১২৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিন ছিল ৮১ কোটি ১৫ লাখ টাকা।

সিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।