২৮ ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের তথ্য প্রকাশ

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ২৮টি তাদের ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরক্ষিত মুনাফা প্রকাশ করেছে।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2021, 06:36 AM
Updated : 2 August 2021, 07:00 AM

এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়ে এই ২৮টি ব্যাংকের মধ্যে ২৩টির মুনাফা বেড়েছে। একটি ব্যাংকের লোকসান কমেছে।

আর চারটি ব্যাংক আগের বছরের তুলনায় শেয়ার প্রতি কম মুনাফা করেছে। 

ছয় মাসের হিসাব ধরলেও ২৮টির মধ্যে ২৪টি ব্যাংক ভাল করেছে। একটির লোকসান অপরিবর্তিত। তিনটির শেয়ার প্রতি মুনাফা কমেছে।

লংকাবাংলার হিসাবে গত রোববার পর্যন্ত ঢাকার পুঁজিবাজারের ট্রেইলিং পিই ১৮ দশমিক ৬৩ পয়েন্ট। সেখানে ব্যাংক খাতের ট্রেইলিং পিই ৮ দশমিক ১৬।

কোনো কোম্পানির শেয়ারের পিই রেশিও ১৫ থেকে ২০ এর মধ্যে হলে সেটিকে ‘ভালো’ হিসেবে বিবেচনা করেন বাজার বিশ্লেষকরা। অবশ্য যেসব কোম্পানির সামনে ভালো করার সম্ভাবনা আছে সেগুলোর পিই আরও বেশি হতে পারে।

পিই রেশিও ১০ এর কম হলে সেই শেয়ার কম দামে লেনদেন হচ্ছে বলা যায়। তবে শেয়ার বেশি নাকি কম দামে লেনদেন হচ্ছে সেটা বুঝতে হলে ওই খাতের পিই রেশিওর সঙ্গে তুলনা করতে হবে।

ট্রেইলিং পিই হিসাব করা হয় কোনো শেয়ারের বর্তমান দামকে সর্বশেষ ১২ মাসের ইপিএস দিয়ে ভাগ করে। আর পিই (প্রাইস আর্নিং) রেশিও হলো মূল্য ও আয় অনুপাত।

দ্বিতীয় প্রান্তিকের মুনাফার হিসাব:

নাম্বার

নাম

২০২১ প্রথম প্রান্তিক

২০২০ প্রথম প্রান্তিক

শতাংশে পরিবর্তন

এবি ব্যাংক

১৬ পয়সা

৯ পয়সা

৭৭.৭৮ শতাংশ বেড়েছে

আল আরাফাহ ইসলামী

৯০ পয়সা

৩৪ পয়সা

১৬৪.৭১ শতাংশ বেড়েছে

ব্যাংক এশিয়া

৭০ পয়সা

২১ পয়সা

২৩৩.৩৩ শতাংশ বেড়েছে

ব্র্যাক ব্যাংক

৯৬ পয়সা

২১ পয়সা

৩৫৭.১৪ শতাংশ বেড়েছে

দি সিটি ব্যাংক

১ টাকা ১৩ পয়সা

২৯ পয়সা

২৮৯.৬৫ শতাংশ বেড়েছে

ঢাকা ব্যাংক

দেয়নি

দেয়নি

দেয়নি

ডাচবাংলা ব্যাংক

২ টাকা ১৪ পয়সা

২ টাকা ২৩ পয়সা

৪ শতাংশ কমেছে

ইস্টার্ন ব্যাংক

১ টাকা ৪৭  পয়সা

৭৮ পয়সা

৮৮.৪৬ শতাংশ বেড়েছে

এক্সিম ব্যাংক

৮৪ পয়সা

৯৬ পয়সা

১২.৫০ শতাংশ কমেছে

১০

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

২২ পয়সা

১৬ পয়সা

৩৭.৫০ শতাংশ বেড়েছে

১১

আইসিবি ইসলামি

১৭ পয়সা লোকসান

২৩ পয়সা লোকসান

২৬.০৮ শতাংশ লোকসান কমেছে

১২

আইএফআইসি ব্যাংক

৪৭ পয়সা

শূন্য ৯ পয়সা

৪২২.২২ শতাংশ বেড়েছে

১৩

ইসলামি ব্যাংক

১ টাকা ৬১ পয়সা

১ টাকা ৫০ পয়সা

৭.৩৩ শতাংশ বেড়েছে

১৪

যমুনা ব্যাংক

১ টাকা ৪ পয়সা

৬৫ পয়সা

৬০ শতাংশ বেড়েছে

১৫

মার্কেন্টাইল ব্যাংক

১ টাকা ৩৮ পয়সা

৪২ পয়সা

২২৮.৫৭ শতাংশ বেড়েছে

১৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

২৬ পয়সা

৭৯ পয়সা

৬৭ শতাংশ কম

১৭

ন্যাশনাল ব্যাংক

দেয়নি

দেয়নি

দেয়নি

১৮

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স

৮৮ পয়সা

৩৫ পয়সা

১৫১.৪৩ শতাংশ বেড়েছে

১৯

এনআরবিসি ব্যাংক

৬৯ পয়সা

২২ পয়সা

২১৩.৬৪ শতাংশ বেড়েছে

২০

ওয়ান ব্যাংক

৬৭ পয়সা

১৮ পয়সা

২৭২.২২ শতাংশ বেড়েছে

২১

প্রমিয়ার ব্যাংক

১ টাকা ৩ পয়সা

৩৯ পয়সা

১৬৪.১০ শতাংশ বেড়েছে

২১

প্রাইম ব্যাংক

৪৭ পয়সা

শূণ্য ৯ পয়সা

৪২২.২২ শতাংশ বেড়েছে

২৩

পূবালী ব্যাংক

৮২ পয়সা

৫৮ পয়সা

৪১.৩৭ শতাংশ কমেছে

২৪

রূপালী ব্যাংক

দেয়নি

দেয়নি

দেয়নি

২৫

শাহজালাল ব্যাংক

১ টাকা ১০ পয়সা

৪২ পয়সা

১৬১.৯০ শতাংশ বেড়েছে

২৬

সোসাল ইসলামী ব্যাংক

২২ পয়সা

১১ পয়সা

১০০ শতাংশ বেড়েছে

২৭

সাউথইস্ট ব্যাংক

১ টাকা ৩৪ পয়সা

৬৩ পয়সা

১১২.৭০ শতাংশ বেড়েছে

২৮

স্ট্যান্ডার্ড ব্যাংক

৬ পয়সা

৩১ পয়সা লোকসান

১১৯.৩৬ শতাংশ কমেছে

২৯

ট্রাস্ট ব্যাংক

১ টাকা ৪১ পয়ষা

১ টাকা ৯ পয়সা

২৯.৩৬ শতাংশ বেড়েছে

৩০

ইউসিবি ব্যাংক

৬৩ পয়সা

৪০ পয়সা

৫৭.৫০ শতাংশ বেড়েছে

৩১

উত্তরা ব্যাংক

১ টাকা ৫ পয়সা

২৫ পয়সা

৩২০ শতাংশ বেড়েছে

৬ মাসের মুনাফার হিসাব:

নাম্বার

নাম

২০২১ প্রথম প্রান্তিক

২০২০ প্রথম প্রান্তিক

শতাংশে পরিবর্তন

এবি ব্যাংক

৩১ পয়সা

১৭ পয়সা

৮২.৩৫ শতাংশ বেড়েছে

আল আরাফাহ ইসলামী

১ টাকা ১৬ পয়সা

৮৪ পয়সা

৩৮.০৯ শতংশ বেড়েছে

ব্যাংক এশিয়া

১ টাকা ৭৫ পয়সা

১ টাকা ৩৭ পয়সা

২৭.৭৪ শতাংশ বেড়েছে

ব্র্যাক ব্যাংক

১ টাকা ৭৫ পয়সা

১ টাকা ৩৫ পয়সা

২৯.৬৩ শতাংশ বেড়েছে

দি সিটি ব্যাংক

২ টাকা ৬ পয়সা

১ টাকা

১০৬ শতাংশ বেড়েছে

ঢাকা ব্যাংক

দেয়নি

দেয়নি

দেয়নি

ডাচবাংলা ব্যাংক

৩ টাকা ৫৭ পয়সা

৩ টাকা ৪২ পয়সা

৪.৩৮ শতাংশ বেড়েছে

ইস্টার্ন ব্যাংক

২ টাকা ৫৬  পয়সা

১ টাকা ৬৫ পয়সা

৫৫.১৫ শতাংশ বেড়েছে

এক্সিম ব্যাংক

৮৯ পয়সা

১ টাকা

১১ শতাংশ কমেছে

১০

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

৫৪ পয়সা

৮২ পয়সা

৩৪.১৪ শতাংশ কমেছে

১১

আইসিবি ইসলামি

৩২ পয়সা লোকসান

৩২ পয়সা লোকসান

 

১২

আইএফআইসি ব্যাংক

৯১ পয়সা

৫১ পয়সা

৭৮.৪৩ শতাংশ বেড়েছে

১৩

ইসলামি ব্যাংক

২ টাকা ৮ পয়সা

১ টাকা ৯৪ পয়সা

৭.২৩ শতাংশ বেড়েছে

১৪

যমুনা ব্যাংক

২ টাকা ৬৪ পয়সা

২ টাকা ৭ পয়সা

২৭.৫৩ শতাংশ বেড়েছে

১৫

মার্কেন্টাইল ব্যাংক

২ টাকা ০২ পয়সা

৯৭ পয়সা

১০৮.২৫ শতাংশ বেড়েছে

১৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

১ টাকা ৮ পয়সা

১ টাকা ৩৪ পয়সা

১৯.৪০ শতাংশ কমেছে

১৭

ন্যাশনাল ব্যাংক

দেয়নি

দেয়নি

দেয়নি

১৮

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স

১ টাকা ৪৩ পয়সা

১ টাকা ১৭ পয়সা

২২.২২ শতাংশ বেড়েছে

১৯

এনআরবিসি ব্যাংক

১ টাকা ১১ পয়সা

৪৯ পয়সা

১২৬.৫৩ শতাংশ বেড়েছে

২০

ওয়ান ব্যাংক

১ টাকা ৪৬ পয়সা

৯৩ পয়সা

৫৬.৯৯ শতাংশ বেড়েছে

২১

প্রমিয়ার ব্যাংক

১ টাকা ৫৮ পয়সা

৯০ পয়সা

৭৫.৭৫ পয়সা বেড়েছে

২১

প্রাইম ব্যাংক

১ টাকা ৮১ পয়সা

৫৫ পয়সা

২২৯.০৯ শতাংশ বেড়েছে

২৩

পূবালী ব্যাংক

১ টাকা ৮০ পয়সা

১ টাকা ৪৪ পয়সা

২৫ শতাংশ বেড়েছে

২৪

রূপালী ব্যাংক

দেয়নি

দেয়নি

দেয়নি

২৫

শাহজালাল ব্যাংক

১ টাকা ৭২ পয়সা

১ টাকা

৭২ শতাংশ বড়েছে

২৬

সোসাল ইসলামী ব্যাংক

৫৫ পয়সা

৪৮ পয়সা

১৪ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে

২৭

সাউথইস্ট ব্যাংক

২ টাকা ৫৬

১ টাকা ৯৪ পয়সা

৬১ শতাংশ বেড়েছে

২৮

স্ট্যান্ডার্ড ব্যাংক

২৩ পয়সা

শূণ্য ৬ পয়সা

২৮৩ শতাংশ বড়েছে

২৯

ট্রাস্ট ব্যাংক

২ টাকা ৪২ পয়সা

২ টাক

২১ শতাংশ বেড়েছে

৩০

ইউসিবি ব্যাংক

১ টাকা ২ পয়সা

৭২ পয়সা

৪১.৬৬ শতাংশ বড়েছে

৩১

উত্তরা ব্যাংক

১ টাকা ৭৯ পয়সা

১ টাকা ৪৪ পয়সা

২৪.৩১ শতাংশ বেড়েছে