ব্যাংক ও পুঁজিবাজারে সোমবার থেকে বাড়তি সময় লেনদেন

ব্যাংক ও পুঁজিবাজারে সোমবার থেকে আগের সপ্তাহের চেয়ে এক ঘণ্টা বেশি সময় লেনদেন হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2021, 04:10 PM
Updated : 1 August 2021, 04:38 PM

আর করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউনের মধ্যে ব্যাংক ও পুঁজিবাজার চলতি সপ্তাহে খোলা থাকবে তিন দিন- সোম, মঙ্গল ও বৃহস্পতিবার।

গ্রাহকদের জন্য ব্যাংক খোলা থাকবে দুপুর আড়াইটা পর্যন্ত। গত সপ্তাহে এই সময়সীমা ছিল দুপুর ২টা পর্যন্ত।

ব্যাংকের নতুন সময়ের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।

বুধবারই বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, এ সপ্তাহে সাপ্তাহিক ছুটির বাইরে রোববার ও বুধবার সব ব্যাংক বন্ধ থাকবে।

ওই নির্দেশনায় বলা হয়, ২, ৩ ও ৫ অগাস্ট সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে ব্যাংকে। আনুসঙ্গিক কাজের জন্য বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

ফলে ব্যাংকের সময়সূচীর সঙ্গে তাল মিলিয়ে চলা পুঁজিবাজারেও ওই দুই দিন লেনদেন বন্ধ থাকবে বলে জানান পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মুখপাত্র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

পুঁজিবাজারে গত সপ্তাহে লেনদেন হচ্ছিল সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত।

মহামারীর এই সময়ে লকডাউনে ব্যাংক লেনদেনের সময় বারবারই বদলাচ্ছে। এর সঙ্গে বদলাচ্ছে পুঁজিবাজারে লেনদেনের সময়ও।

চলমান লকডাউন ৫ অগাস্ট পর্যন্ত চলবে। এর মেয়াদ আরও বাড়ানো হবে কি না, তা এখন স্পষ্ট করা হয়নি।