পুঁজিবাজারে দ্বিতীয় দিনের মত সূচক পতন

লকডাউনের মধ্যে টানা দ্বিতীয় দিনের মত সূচক কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2021, 10:15 AM
Updated : 27 July 2021, 10:15 AM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ কমে ৬ হাজার ৩৭৯ দশমিক ৬৮ পয়েন্ট হয়েছে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৮৩ দশমিক ৯৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে ১৮ হাজার ৫৩২ দশমিক ৩৪ পয়েন্টে দিন শেষ করেছে।

গত সপ্তাহের সোমবারে লেনদেন হওয়ার পর ঈদ ও সাপ্তাহিক ছুটি শেষে পাঁচ দিন পর রোববার খোলে পুঁজিবাজার। লকডাউনের মধ্যে এখন লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

ঈদের ছুটিতে যাওয়ার আগে টানা পাঁচদিন বেড়েছিল পুঁজিবাজারের সূচক। রোববার সেই ধারা অব্যাহত থাকলেও সোমবার সূচক পতন ঘটে। মঙ্গলবার তা আরও কমল। 

সূচক কমলেও ডিএসইতে এদিন লেনদেন আগের দিনের তুলনায় ২ দশমিক ৩৭ শতাংশ বা ৩৩ কোটি ৮৬ লাখ টাকা বেড়েছে।

ঢাকায় এদিন ১ হাজার ৪৬২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ১ হাজার ৪২৮ কোটি ৯৫ লাখ টাকা ছিল।

তবে ৫২ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে ডিএসইতে। লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৫৩টির দর বেড়েছে, ১৯৪টির কমেছে, অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার লেনদেন আগের দিনের চেয়ে ২২ দশমিক ৪৩ শতাংশ বা ১৩ কোটি ৪৪ লাখ টাকা কমেছে।

মোট ৪৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এ বাজারে, যা আগের দিন ৫৯ কোটি ৯৩ লাখ টাকা ছিল।

সিএসইতে কেনাবেচা হওয়া ৩০৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১১৪টির দর বেড়েছে, ১৬৩টির কমেছে এবং ৩২টির দর অপরিবর্তিত রয়েছে।