ঈদের ছুটি কাটিয়ে চাঙাভাবে ফিরল পুঁজিবাজার

কোরবানির ঈদের পরে প্রথম লেনদেনে সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে। লেনদেনও বেড়েছে ডিএসইতে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2021, 10:56 AM
Updated : 25 July 2021, 10:57 AM

গত সপ্তাহের সোমবারের পর ঈদ ও সাপ্তাহিক ছুটি শেষে পাঁচ দিন পর রোববার খোলে পুঁজিবাজার। লেনদেন চলে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১৯ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৪২৪ দশমিক ২২ পয়েন্টে অবস্থান নিয়েছে।

২০১৩ সালে গণনা শুরুর পর ডিএসইএক্স গত রোববার সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছিল।

রোববার ডিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় ৭ দশমিক ১৩ শতাংশ বা ৯০ কোটি ২১ লাখ টাকা বেড়েছে।

এদিন ১ হাজার ৩৫৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ২৬৪ কোটি ৪৯ লাখ টাকা।

এদিনে ডিএসইতে ৬৩ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।   

মোট লেনদেন হয়েছে ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির এবং কমেছে ২৩৭টির। অপরিবর্তিত রয়েছে ২২টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক শূন্য ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৩ দশমিক ৮৫ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১৪ দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৩৬ দশমিক ৪৮ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক সিএএসপিআই ১০৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে ১৮ হাজার ৬৭৩ দশমিক ২৩ পয়েন্টে।

তবে এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৭ দশমিক ৬১ শতাংশ বা ৩ কোটি ৩৬ লাখ টাকা কমেছে।

এদিন মোট ৪০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪৪ কোটি ১৫ লাখ টাকা।

সিএসইতে ৩০৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।