ভারতের পুঁজিবাজারে দারুণ সূচনা জোম্যাটোর শেয়ারের

পুঁজিবাজারে নাম লেখানোর দিনই অনলাইনে খাদ্য সরবরাহকারী ভারতীয় অ্যাপ ‘জোম্যাটো’র শেয়ারের দাম ৮০ শতাংশের বেশি বেড়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2021, 03:19 PM
Updated : 23 July 2021, 03:19 PM

শুক্রবার বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, এই অংক ভারতের পুঁজিবাজারে শেয়ারের সর্বোচ্চ দাম বৃদ্ধির নজিরের কাছাকাছি।

মহামারীর এই সময়ে ইন্টারনেটভিত্তিক যে স্টার্টআপগুলো ভালো করছে, তাদের ব্যাপারে বিনিয়োগকারীদের জোড়ালো আগ্রহেরই প্রতিফলন ঘটেছে জোম্যাটোর দুর্দান্ত সূচনায়।

অবশ্য এ কোম্পানির শেয়ারের ‘অতি উচ্চ মূল্যায়ন’ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পুঁজিবাজারের কিছু বিশ্লেষক।

চীনা ধনকুবের জ্যাক মা’র কোম্পানি ‘অ্যান্ট গ্রুপ’ পরিচালিত এই অ্যাপের প্রতিটি শেয়ার সর্বোচ্চ ১৩৮ দশমিক ৯ রুপিতে (১ দশমিক ৮৭ ডলার) লেনদেন হয়েছে। সে হিসেবে জোম্যাটোর বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার।

পুঁজিবাজারে আসার আগে জোম্যাটোর প্রতিষ্ঠাতা দীপিন্দার গয়াল এক টুইটে বলেন, “সামনে চমৎকার ভবিষ্যতের হাতছানি। আমি জানি না আমরা সফল হব, নাকি বিফল। অবশ্য আমরা আমাদের সেরাটাই দেব, যেমন সব সময় দিয়েছি।”

মহামারীর মধ্যে আয় কিছুটা কমে এলেও গত মার্চ শেষে এক অর্থবছরে জোম্যাটোর লোকসান কমে ১১ কোটিতে নেমে এসেছে।

২০০৮ সালে চালু হওয়া অনলাইনে খাদ্য সরবরাহকারী এই প্ল্যাটফর্মটি ভারতের প্রায় ৫২৫টি শহরে ব্যবসা পরিচালনা করছে। তাদের সঙ্গে অংশীদারিত্ব রয়েছে প্রায় ৩ লাখ ৯০ হাজার রেস্তোরাঁর।